শিরোনাম
শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

উপসর্গ নিয়ে আরও ৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জেলায় সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সাতক্ষীরায় দুজন, চুয়াডাঙ্গায় একজন, চাঁদপুরে দুজন, কুমিল্লায় তিনজনের মৃত্যু হয়েছে। উপসর্গ থাকার পরও মৃত্যুর আগে যাদের নমুনা পরীক্ষা হয়নি, মৃত্যুর পরে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী- সাতক্ষীরা : করোনা আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধা ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুই নারীর মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে গতকাল মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দীনের মৃত্যু হয়। বৃহস্পতিবার  রাতে করোনার উপসর্গ নিয়ে মরিয়ম খাতুন নামের এক নারী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে এবং লায়লা বেগম নামের অপর এক নারী নিজ বাড়ি কালিগঞ্জ উপজেলার নলতায় মারা গেছেন। এ নিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্তত ৪৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। চুয়াডাঙ্গা : করোনার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট এলাকার বাসিন্দা খাদিজা খাতুন (৬৬) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল ভোরে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে নাটোরে মারা যান তিনি। বৃহস্পতিবার সকালে জ¦র, সর্দি-কাশি নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন খাদিজা খাতুন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

চাঁদপুর : করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার দেড় ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় আইনুল (৬৫) নামের এক বৃক্তির মৃত্যু হয়। অপরদিকে কয়েক দিন জ্বর, সর্দি-কাশিতে ভুগে বৃহস্পতিবার সকালে শাহরাস্তি উপজেলায় মারা গেছেন রায়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম (৪৫)। কুমিল্লা : করোনার উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুজন মারা গেছেন করোনা আক্রান্ত হয়েছে। উপসর্গ নিয়ে মারা যান, কুমিল্লা সদর উপজেলার আবু তাহের (৭০), দাউদকান্দি উপজেলার নূর আহম্মেদ (৬৫) এবং দেবিদ্বার উপজেলার আবুল হনুফা বেগম (৪০)।

 এ পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৫৫ জন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর