কয়েকদিন বাদেই ঈদুল আজহা। কিন্তু ঈদের আনন্দ নেই ২১ জেলার ৩০ লক্ষাধিক বানভাসি মানুষের মনে। শিশু, বৃদ্ধ, গবাদি পশু, হাঁস-মুরগি নিয়ে কারও দিন পার হচ্ছে উঁচু সড়ক ও বাঁধের ওপর খোলা আকাশের নিচে। কারও ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে। কেউ নদীভাঙনে হারিয়েছেন শেষ সম্বল ভিটেমাটি। কেউ আবার পরিবার নিয়ে নৌকায় করে ভাসছেন দিনের পর দিন। টানা বন্যার পানির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নানা রোগে আক্রান্ত…