বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০ ০০:০০ টা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

চট্টগ্রামে ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা হয়েছে। গতকাল সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করেন বিপ্লব দে নামের এক ব্যক্তি। আদালত মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) তদন্তের নির্দেশ দেয়।

মামলার আরজিতে বলা হয়েছে, গত ৯ আগস্ট বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ‘ভাসানী অনুসারী পরিষদ’ আয়োজিত সমাবেশে বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী মন্তব্য করেন, ‘হিন্দুধর্মের গ্রন্থ মহাভারত ও রামায়ণ দুটোর মধ্যেই প্ররোচনা ও মিথ্যাচারের গল্পকাহিনি রয়েছে’। বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ সম্পর্কে দেওয়া বক্তব্য সনাতন সমাজের ভাবমূর্তি ক্ষুণœ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে বলে আরজিতে উল্লেখ করা হয়। বাদীপক্ষের আইনজীবী মিঠুন বিশ্বাস বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি অনুষ্ঠানে বক্তব্যদানকালে সনাতম ধর্মাবলম্বীদের ধর্মীয় বিষয় নিয়ে তথ্য বিকৃত করে বক্তব্য দেওয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। তাই বিপ্লব দে বাদী হয়ে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ডিবিকে তদন্তের নির্দেশ দেয়। ১৯ নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আদালত ওই তারিখে মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে।’

সর্বশেষ খবর