সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

অপ্রদর্শিত অর্থে বিক্রি বেড়েছে

-প্রকৌশলী তানভিরুল হক প্রবাল

অপ্রদর্শিত অর্থে বিক্রি বেড়েছে

আবাসন খাতে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগে গত এক মাসে ফ্ল্যাট, জমি, বিল্ডিং ও অ্যাপার্টমেন্টের বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন রিহ্যাবের সাবেক সভাপতি প্রকৌশলী তানভিরুল হক প্রবাল। তিনি বলেছেন, ক্রেতারা এখন অফিসে আসছেন। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা দেওয়ার সবচেয়ে বড় প্রভাব হলো, মানুষ  এখন সেকেন্ড হোমে যেতে পারছে না। ফলে করোনাকালে অর্থ পাচার কমছে। আবার আগে যেখানে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রশ্ন করত, এখন তা করতে পারবে না। বিষয়টি খুবই ইতিবাচক। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রকৌশলী তানভিরুল হক প্রবাল। তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের জন্য ৫ শতাংশ সুদে ঋণসুবিধা দেওয়া হয়েছে। কিন্তু এখানে সমস্যা হলো, এই ঋণসুবিধার জন্য রেডি ফ্ল্যাট হতে হবে। কিন্তু অনেক সময় ফ্ল্যাট রেডি থাকে না। এই সমস্যাটা এখন সমাধান করা খুবই জরুরি। একই সঙ্গে সব শ্রেণি-পেশার ক্রেতাদের জন্য ৫ শতাংশ সুদে ঋণ সুবিধা চাই।’ তিনি বলেন, ‘মহামারী করোনা সংকটের মধ্যেও ক্রেতারা এখন আবাসন প্রতিষ্ঠানগুলোর অফিসে আসছেন। ফলে ব্যবসা এখন চাঙ্গা হচ্ছে। এতে আমরা খুশি। তবে নির্মাণকাজ কম হচ্ছে। সামনের দিনগুলোতে জোরেশোরে শুরু করতে হবে। মনে হচ্ছে করোনা আগামী চার থেকে পাঁচ বছর আমাদের খুব ভোগাবে। যদিও বাইরে গেলে মনে হয় করোনা নেই কিন্তু বাস্তবে তো আছে। প্রতিদিনই মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন। আবার প্রাণও হারাচ্ছেন। এই করোনাভাইরাসের ভয়াবহ প্রভাব আবাসনশিল্পে খুবই খারাপ আকারে পড়েছে।’ আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের এই কর্ণধার বলেন, ‘আবাসনশিল্পে করোনার আঘাতে সৃষ্ট সংকট উত্তরণে আমরা নিজেরদের জন্য নয়, ক্রেতাদের জন্য তহবিল গঠন করে কমপক্ষে এক বছর স্বল্প সুদে ঋণসুবিধা চাই। সরকার তৈরি পোশাকশিল্পে ২ শতাংশ সুদে সহজ শর্তে ঋণ দিয়েছে। আমরা উদ্যোক্তারা নিজেদের জন্য এমন ঋণ চাই না। কিন্তু ক্রেতাদের জন্য কম সুদে চাই। আবাসন খাত বাঁচাতে হবে। এই জন্য শুধু ক্রেতাদের জন্য একটি তহবিল গঠন করে সেখান থেকে কমপক্ষে এক বছর স্বল্প সুদে ঋণ দেওয়া হোক। এই ঋণসুবিধা ক্রেতাদের অবশ্যই এক বছর দিতে হবে।’

সর্বশেষ খবর