সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সুবিধাবাদীদের চেনা হয়ে গেছে

-আ জ ম নাছির

সুবিধাবাদীদের চেনা হয়ে গেছে

চট্টগ্রামের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, করোনা মানুষ চিনিয়েছে। নেতা চিনিয়েছে। সত্যিকারের নেতা আর সুবিধাবাদীদের চিনে নিতে পেরেছে দেশের মানুষ। বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরবাসীর কাছে ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হয়েছে এই করোনা। দুঃসময়ে কে কী করেছেন, কারা সুবিধাবাদী আচরণ করেছেন তা স্পষ্ট হয়ে গেছে।

সাবেক এই মেয়র আরও বলেন, রাজনীতি হলো জনকল্যাণ সাধনের জন্য। এই লক্ষ্যে যারা রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়েছেন তারা যখনই জনদুর্ভোগ হয়েছে, তখনই ঝুঁকি নিয়েও মানুষের পাশে দাঁড়িয়েছেন। জনগণের পাশে দাঁড়িয়েছেন। সত্যিকারের জনপ্রতিনিধিরা কখনই সংকটে পিছপা হন না। আর যারা পদ-পদবির সুফল প্রাপ্তির জন্য রাজনীতিতে এসেছেন, তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে করোনাকাল। চট্টগ্রামে রাজনীতিবিদদের মধ্যে করোনাকালে জীবন ঝুঁকি নিয়ে মাঠে থেকে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ও প্রশংসিত হন আ জ ম নাছির উদ্দিন। নগরীর পাড়া-মহল্লায় ছুটেছেন তিনি। করোনাকালীন প্রথম পাঁচ মাসে মেয়র ছাড়াও আওয়ামী লীগের মহানগরী সাধারণ সম্পাদক হিসেবে এবং ব্যক্তিগত ও পারিবারিক প্রতিষ্ঠান থেকেও ত্রাণ স্বাস্থ্যসেবা নিশ্চিতে নানা উদ্যোগ নেন তিনি। আ জ ম নাছির উদ্দিন বলেন, মহানগরীর সবকটি ওয়ার্ডেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা করোনায় মানুষের পাশে ছিলেন। মানুষের প্রত্যাশা ছিল দলীয় বিভক্তির বাইরে গিয়ে বিএনপি সাধারণ মানুষের সুরক্ষা ও সুস্বাস্থ্য নিশ্চিতে সক্রিয় থাকবে। কিন্তু তা করেনি তারা। নাছির আরও বলেন, যারা প্রাপ্তির আশায় রাজনীতি করেন তারা করোনায় সুবিধাবাদী আচরণ করেছেন। এটি অনেকটা স্পষ্ট হয়ে গেছে। সাধারণ মানুষের কাছে দল এবং সরকারের প্রতিনিধি হিসেবে নিজের সর্বোচ্চটুকু দিয়ে নগরবাসীর পাশে থাকার কথা স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, মহানগরীর প্রতিটি পাড়ায় ওয়ার্ডে থানায় নেতা-কর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব। আশা করি বিএনপির নেতা-কর্মীরাও অভিযোগের রাজনীতি বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করবেন।

সর্বশেষ খবর