শিরোনাম
সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

ব্যবসা হিসেবে নিয়েছে আওয়ামী লীগ

-ডা. শাহাদাত হোসেন

ব্যবসা হিসেবে নিয়েছে আওয়ামী লীগ

‘করোনাকালকে ব্যবসা হিসেবে নিয়েছে আওয়ামী লীগ’ এমন অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, করোনায় রাজনীতিবিদদের মধ্যে নিজেকে প্রকাশ করার প্রবণতা ছিল। সাধারণ মানুষ যে কতটুকু অসহায় তা আমরা কাছে থেকে দেখেছি। যারা সত্যিকারের জনগণের জন্য কাজ করেন তারা সবাই মাঠে ছিলেন। তবে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার সময়েও চট্টগ্রামে আওয়ামী লীগের চসিক নির্বাচন করে ফেলার যে চেষ্টা দেখেছি, তা প্রশ্নবিদ্ধ। মানুষের আহাজারির চেয়ে তাদের ‘সাবান দিয়ে হাত ধুইয়ে ভোট কেন্দ্রে যাওয়ার’ আহ্বান সংবলিত স্লোগান দিতে দেখেছি। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী শাহাদাত একজন পেশাজীবী নেতাও। ড্যাবের এই কেন্দ্রীয় নেতা  মহানগর বিএনপির সাধারণ সম্পাদকও ছিলেন। করোনাকালে চসিক নির্বাচনের প্রচারণার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও চসিকের বর্তমান প্রশাসক খোরশেদ আলম সুজনকে সুরক্ষা সচেতনতায় মাস্ক পরিয়ে দিয়েও আলোচনায় আসেন তিনি। শাহাদাত হোসেন অভিযোগ এনে বলেন, করোনায় চট্টগ্রামে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর উদ্বোধন হওয়া আইসোলেশন সেন্টারটি উদ্বোধনের আগেই নিকটবর্তী স্থানে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ড্যাবের সমন্বয়ে বিএনপির আইসোলেশন সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বাধা দেয় পুলিশ। শাহাদাত জানান, করোনাকালে বিএনপির ঘর গোছানোর প্রস্তুতিও থেমে নেই। যুবদলের কমিটিগুলোর গঠন প্রক্রিয়া চলছে। ছাত্রদলের মহানগর কমিটি যে কোনো মুহূর্তে ঘোষিত হতে পারে। চট্টগ্রাম শহরের ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের মধ্যে ৩৭টিতে কমিটি রয়েছে। অসমাপ্ত ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করোনার কারণে স্থগিত করা হয়েছে। তিনি বলেন, করোনাকালকে আওয়ামী লীগ যে ‘ব্যবসার কাল’ হিসেবে বেছে নিয়েছে তার বড় প্রমাণ শাহেদ করিম। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য একজন শাহেদ করিম যদি এমন দুর্নীতি করে থাকেন, তাহলে রাঘববোয়ালরা কেমন দুর্নীতিবাজ, তা বুঝতে বাকি থাকে না। শাহাদাত আরও বলেন, করোনাকাল মানুষ দেখেছে খাটের নিচ থেকে তেলের খনি এবং মাটির নিচে চালের খনি আবিষ্কারের ঘটনা। দুর্নীতিবাজ অনেক উপজেলা চেয়ারম্যানও গ্রেফতার হয়েছেন। করোনা আসার পর নিজের প্রায় ২৫ হাজার মানুষ ছাড়াও মহানগর উত্তর ও দক্ষিণ জেলায় ১ লাখ ২২ হাজার মানুষের কাছে বিএনপির ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন বলে জানান এই বিএনপি নেতা।

সর্বশেষ খবর