সোমবার, ২৪ আগস্ট, ২০২০ ০০:০০ টা

৬৪ ভাগ নমুনা পরীক্ষাই ঢাকায়

২৪ ঘণ্টায় শনাক্ত ১৯৭৩, মৃত্যু ৩৪

নিজস্ব প্রতিবেদক

৬৪ ভাগ নমুনা পরীক্ষাই ঢাকায়

দেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করে আরও ১ হাজার ৯৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। একই সময়ে মারা গেছেন আরও ৩৪ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার ৬৪ ভাগই হয়েছে ঢাকায়। বাকি ৩৬ ভাগ নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ সারা দেশে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সর্বশেষ ঢাকার চেয়ে দেশের অন্যান্য অংশে বেশি নমুনা পরীক্ষার তথ্য জানানো হয় গত ১৪ আগস্ট। ওই দিন ঢাকায় নমুনা পরীক্ষা হয় ৬ হাজার ৩৯০টি, আর ঢাকা বাদে সারা দেশে পরীক্ষা করা হয় ৬ হাজার ৪৬৬টি নমুনা। প্রায় সমান সমান নমুনা পরীক্ষা করায় সেদিন শনাক্তের হার দাঁড়ায় ২১ দশমিক ৫২ শতাংশ। এরপর থেকে ঢাকায় নমুনা পরীক্ষা বাড়িয়ে দিলে ফের কমতে থাকে শনাক্তের হার। এ থেকে ধারণা করা হচ্ছে বর্তমানে ঢাকার চেয়ে দেশের অন্যান্য অনেক জেলায় সংক্রমণ হার বেড়ে গেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭৩ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। নতুন করে ৩৪ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৯৪১ জন। এক দিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫২৪ জন। এতে সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৯১ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮০১টি। এর মধ্যে ঢাকার ভিতরে ৬ হাজার ৯৪১টি ও ঢাকার বাইরে ৩ হাজার ৮৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ১০ জন নারী। ৩১ জন হাসপাতালে ও তিনজন বাড়িতে মারা গেছেন। বয়স বিবেচনায় ২২ জন ষাটোর্ধ্ব, ছয়জন পঞ্চাশোর্ধ্ব, দুজন চল্লিশোর্ধ্ব, তিনজন ত্রিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ১৮ জন ঢাকা বিভাগের, পাঁচজন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, চারজন সিলেট বিভাগের, দুজন রংপুর বিভাগের ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে প্রথম করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয় গত ৮ মার্চ, আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য-

দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় ১৬৫টি নমুনার ফলাফলে ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ১২৮ জন। মারা গেছেন ৫৩ জন। জেলায় এখন পর্যন্ত ১৫ হাজার ৩৬৩টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। ১৪ হাজার ৯৩০টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। বাগেরহাট : গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৭৬ জন, মারা গেছেন ১৯ জন।  কুমিল্লা : ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত মোট রোগীর সংখ্যা ৬ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৯৯৬ জন। মারা গেছেন ১৬৩ জন। গাজীপুর : গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত মোট রোগীর সংখ্যা ৪ হাজার ৬৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৫ জন। মারা গেছেন ৫৮ জন। নারায়ণগঞ্জ : শহরের খানপুরে অবস্থিত কভিড ডেডিকেটেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বানু রানী সাহা নামের এক বৃদ্ধা গতকাল মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ১৩০ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৬ জন। সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৯৫ জন।

সর্বশেষ খবর