মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নিশি ভোটে নির্বাচিতরা জনগণের পাশে দাঁড়াননি

-মজিবর রহমান সরোয়ার

নিশি ভোটে নির্বাচিতরা জনগণের পাশে দাঁড়াননি

বরিশাল মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেছেন, নিশি ভোট হওয়ায় আওয়ামী লীগ যোগ্য নেতা নির্বাচন করতে পারেনি। যেখানে যোগ্য নেতা নির্বাচিত হননি, যারা রাজনীতিবিদ নন, তারা জনগণের পাশে দাঁড়াননি। তাদের যেখানে যা করার ছিল তারা তা করেননি।

বরিশালে করোনাকালীন রাজনীতি বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মজিবর রহমান সরোয়ার বলেন, শুধু মূল দল বিএনপিই নয়, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা মানুষের জন্য কাজ করেছে। তিনি বলেন, আমরা বিরোধী দল, আমাদের চেয়ে সহায়সম্বল তাদের (আওয়ামী লীগ) অনেক বেশি। গ্যারান্টি দিয়ে বলতে পারি, বরিশাল বিভাগে আওয়ামী লীগের যে কোনো নেতার চেয়ে বিএনপি বরিশাল শহরে করোনাকালে জনগণের জন্য বেশি কাজ করেছে। আওয়ামী লীগ পুরনো দল, তারা ব্যর্থ হয়েছে। সাবেক হুইপ সরোয়ার বলেন, এ দুর্যোগের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে যতটা সম্ভব ঘরের মধ্যে থেকে বিভিন্ন কমিটির সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি। নেতাদের ঝগড়া-বিবাদ সমাধানে কাজ করেছি। সম্প্রতি মহানগরের ২১ নম্বর ওয়ার্ড কমিটি হালনাগাদ করেছি। শ্রমিক দল জেলা ও মহানগর কমিটি গঠনেরও আলাপ-আলোচনা চলছে। তিনি বলেন, আমাদের রাজনীতি শেষ হয়ে গেছে গত নির্বাচনে নিশি ভোটের কারণে। রাতের বেলা ভোট নিয়ে গেলে রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়। দেশের বারোটা বাজে। রাজনীতি ধ্বংস হয়ে গেলে দেশের কঠিন অবস্থা হয়। তিনি বলেন, এ দুর্যোগে রাজনীতিবিদদের নিয়ে না হলেও বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠন করা উচিত ছিল। জনগণের সরকার হলে জনগণকে বাঁচানোর জন্য সরকার অনেক কঠিন সিদ্ধান্ত নিতে পারত। সরোয়ার বলেন, কেউ মুখে বলছে না, তবে সবাই পদে পদে টের পাচ্ছে যে দেশের পরিস্থিতি কী। আগামী দিনে দেশের জনগণ, ব্যবসায়ী, সুশীলসমাজ, আইনজীবী, সাংবাদিক সব শ্রেণি-পেশার মানুষ যদি ঐক্যবদ্ধভাবে চিন্তাভাবনা করে তাহলে প্রশাসনিক গণতন্ত্র থেকে, নিশি ভোট থেকে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে আসা সম্ভব।

সর্বশেষ খবর