মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

আওয়ামী লীগ-বিএনপি কেউ প্রত্যাশা পূরণ করতে পারেনি

-অধ্যাপক শাহ্ সাজেদা

আওয়ামী লীগ-বিএনপি কেউ প্রত্যাশা পূরণ করতে পারেনি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির আদলে গঠিত বরিশাল সচেতন নাগরিক কমিটি- সনাকের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা বলেছেন, করোনাকালে বরিশালের রাজনীতিবিদদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সরকারি দল হোক আর বিরোধী দল- কেউ জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। করোনাকালে বরিশালের রাজনীতি বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বি এম কলেজের ব্যবস্থাপনা ও মার্কেটিং বিভাগের অবসরপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক শাহ্ সাজেদা এসব কথা বলেন। তিনি আরও বলেন, বরিশালে বিএনপির নেতা মজিবর রহমান সরোয়ার; যার কারণে বরিশালকে একসময় বিএনপির ঘাঁটি বলা হতো। বরিশালের মানুষ মজিবর রহমান সরোয়ারকে এমপি, মন্ত্রী এমনকি মেয়রসহ সব পদমর্যাদায় ভূষিত করেছে। এ সময়টায় তার একটা সুযোগ ছিল জনগণের সেবা করার। ইচ্ছা করে হোক আর অনিচ্ছায় হোক বা কেন্দ্রের নির্দেশে হোক করোনাকালে তার কার্যক্রম জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। তার দলের লোকদের মুখ থেকেই শোনা গেছে, নেতা (সরোয়ার) আমাদের জন্য কিছুই করলেন না। যারা তার ভোটার তারাই এসব বলেছেন। তিনি বলেন, ক্ষমতাসীন দলের অনেক নেতা করোনাকালে ব্যক্তিগতভাবে পাড়া-প্রতিবেশী আত্মীয়স্বজনদের সাহায্য-সহযোগিতা করেছেন। কিন্তু আওয়ামী লীগের ব্যানারে সে রকম কোনো সাহায্য-সহযোগিতা করতে আমরা দেখিনি। সিটি মেয়র সাদিক আবদুল্লাহ সিটি করপোরেশনের ব্যানারে প্রচুর সাহায্য-সহযোগিতা জনগণের কাছে পাঠিয়েছেন। কিন্তু শারীরিকভাবে সিটি মেয়রের উপস্থিতি জনগণের প্রত্যাশা পূরণ হয়নি।

শাহ্ সাজেদা বলেন, সিটি করপোরেশন থেকে যে সাহায্য তাদের প্রতিনিধিদের (দলীয়) মাধ্যমে বণ্টন করা হয়েছে সেখানে তারা দুর্নীতির আশ্রয় নিয়েছেন। রেশন কার্ড বণ্টনে তারা অনিয়ম করেছেন। অনেকেই দরিদ্রদের বঞ্চিত করে তাদের আত্মীয়স্বজনদের রেশন কার্ড দিয়েছেন। সরকারি দলের ব্যানারে থেকে একশ্রেণির নেতা ত্রাণ বণ্টন না করে মুদি দোকানে বিক্রি করে যাচ্ছেন। এগুলো ন্যক্কারজনক। এসব হওয়া উচিত নয়। এসব বিষয়ে কেন্দ্রের নজরদারি থাকা উচিত। তিনি বলেন, করোনাকালে শহরে বড় দলগুলোর তেমন কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। তারা রুদ্ধদ্বার কোনো বৈঠক, সাংগঠনিক কোনো কার্যক্রম বা দলের কোনো নির্দেশ পালন করেছে কিনা তা আমরা দেখিনি। আগামী দিনগুলোয় বরিশালে রাজনৈতিক-সামাজিক চিত্র কেমন দেখতে চান- জানতে চাইলে শিক্ষাবিদ শাহ্ সাজেদা বলেন, রাজনীতিতে সব সময় আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই। দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য যা সব সময় চেয়েছি, এখনো তা-ই চাই। যারা স্বচ্ছতা ও জবাবদিহিতা রক্ষা করবে তারাই আবার ক্ষমতায় আসবে। শুধু সরকারি দল বা মুক্তিযুদ্ধের চেতনার ম্লোগান দিয়ে আগামী দিনে সামনে এগোনো যাবে না।

সর্বশেষ খবর