মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

বিশ্বে করোনায় মৃত্যু আট লাখ ছাড়াল

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে ৫৮ লাখ ৭৬ হাজার ৬৮৬ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬২২ জনের। এরপরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে ৩৬ লাখ ৫ হাজার ৭৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ১৪ হাজার ৭৭২ জন

প্রতিদিন ডেস্ক

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে গতকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৪ লাখ ২৪ হাজার ৮৪৪ জন। বাংলাদেশ সময় রাত ৯ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। ওয়াল্ডোমিটারের তথ্য অনুযায়ী প্রাণঘাতী এ ভাইরাসে এ সময় পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৬ লাখ ৩৮ হাজার ১৭৮ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে ৫৮ লাখ ৭৬ হাজার ৬৮৬ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬২২ জনের। এরপরেই রয়েছে ব্রাজিল। দেশটিতে ৩৬ লাখ ৫ হাজার ৭৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ১৪ হাজার ৭৭২ জন। তৃতীয় স্থানে উঠে আসা পার্শ্ববর্তী দেশ ভারতে ৩১ লাখ ২৬ হাজার ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৫৪২ জনের। চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় ৯ লাখ ৬১ হাজার ৪৯৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৭ হাজার ৮৯১ জনের। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সর্বশেষ খবর