শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

মাঠে বিএনপি, ঘরে আওয়ামী লীগ

-জি এম সিরাজ এমপি

মাঠে বিএনপি, ঘরে আওয়ামী লীগ

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য জি এম সিরাজ বলেছেন, আওয়ামী লীগ করোনা পুঁজি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যখন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, তখন বিএনপি করোনা ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণদানে কর্মরত।  বাংলাদেশ প্রতিদিনকে জি এম সিরাজ আরও বলেন, করোনাকালের শুরু থেকে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এ জেলার মানুষ বিএনপিকে ভালোবাসে। বিএনপিও এই জেলার মানুষসহ দেশবাসীকে ভালোবাসে। তিনি বলেন, মানুষের কাজ নাই। চাকরি হারিয়েছে লাখ লাখ মানুষ। ১৬ হাজার কলকারখানা বন্ধ করে দিয়েছে মালিকরা। প্রায় ১০ লাখ শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছে। সরকারি অর্থ প্রণোদনা প্যাকেজে শুধু লাভবান হয়েছে গার্মেন্ট শিল্প ও সরকার সংশ্লিষ্ট বড় বড় ব্যবসায়ীরা। এতে বগুড়ার মতো সারা দেশে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষুদ্র শিল্প মালিকরা এই প্রণোদনা প্যাকেজ থেকে কোনো সুবিধা পাননি। জি এম সিরাজ বলেন, গত ১২ বছরে কিছু সিন্ডিকেটের খপ্পরে অতিষ্ঠ স্বাস্থ্য খাত। বগুড়ায় করোনাকালে এবং বন্যা দুর্গতদের পাশে নেই আওয়ামী লীগ। এ পর্যন্ত জেলায় বিএনপি থেকে প্রায় ৬০ হাজার পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ জন্য বিএনপির ২৪টি সাংগঠনিক ইউনিট নিরলসভাবে কাজ করেছে। নগদ অর্থও প্রদান করা হয়েছে। করোনায় কর্মহীন গরিব মানুষের মাঝে ত্রাণ বিতরণ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ প্রদান, মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া শহর ও বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে অক্সিজেন, সিলিন্ডার, মাক্স, হ্যান্ডগ্লাভস, চশমা, ওষুধপত্র বিতরণ করা হয়। বিএনপির সঙ্গে অংশগ্রহণ করে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল।  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ড্যাবের ডাক্তারগণ ফ্রি চিকিৎসা দিচ্ছে। সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটে বিএনপির জাতীয় ত্রাণ কমিটির নির্দেশে বগুড়া জেলা ত্রাণ কমিটি কাজ করে চলছে।

সর্বশেষ খবর