দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে দুই হাজার ২১১ জন। একদিনে মৃত ৪৭ জনের মধ্যে ২৯ জনই (৬১ দশমিক ৭০ শতাংশ) ঢাকা বিভাগের। আর এখন পর্যন্ত মারা যাওয়া চার হাজার ১৭৪ জনের মধ্যে দুই হাজার ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। শতকরা বিচারে যা মোট মৃত্যুর ৪৮ দশমিক ৩৭ শতাংশ।
এ ছাড়া গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ছয় হাজার ৭৯৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে এক লাখ ১৯ হাজার ২১ জন, যা দেশে মোট শনাক্ত রোগীর ৩৮ দশমিক ৮০ শতাংশ। শুধু ঢাকা মহানগরেই শনাক্ত হয়েছে ৭৭ হাজার ৯১৫ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি ও আইইডিসিআরের ওয়েবসাইটে প্রকাশ করা তথ্যে এমন চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ২১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ছয় হাজার ৭৯৪ জনে। একই সময়ে ৪৭ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ১৭৪ জনে। একদিনে আরও তিন হাজার ৩৭৮ জন সুস্থ হওয়ায় এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৯৬ হাজার ৮৩৬ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় গত একদিনে শনাক্তের হার ১৬ দশমিক ০৯ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৪ দশমিক ১৬ শতাংশ ও মৃত্যু হার ১ দশমিক ৩৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৭ জনের ৩২ জন পুরুষ ও ১৫ জন নারী। ৪৪ জন হাসপাতালে ও তিনজন বাড়িতে মারা গেছেন। এর মধ্যে ২৬ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১১ জন পঞ্চাশোর্ধ্ব, পাঁচজন চল্লিশোর্ধ্ব, একজন ত্রিশোর্ধ্ব ও চারজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ৪৭ জনের মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের, সাতজন খুলনা বিভাগের, চারজন রংপুর বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের, দুজন রাজশাহী বিভাগের ও একজন করে ছিলেন বরিশাল ও সিলেট বিভাগের বাসিন্দা। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ আর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য-দিনাজপুর : করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিরামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ব্যবসায়ী ইসমাইল হোসেন (৭৮) দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে জেলায় মারা গেলেন ৫৯ জন। একই সময়ে জেলায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন দুই হাজার ৩৯০ জন। এদিকে কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানাইজার আনোয়ার হোসেন জানান, বিরামপুর উপজেলার সাবেক উপজেলার চেয়ারম্যান ইসমাইল হোসেন (৭৮) মারা গেলে তার পাশে একজন ছেলে ছাড়া আর কেউ ছিল না। লাশ হাসপাতাল থেকে নিয়ে যাবে এমন কাউকে সে পাশে পায়নি। নিরুপায় হয়ে সেই ছেলে সরকারি বিভিন্ন অফিসে যোগাযোগ করে সাড়া না পেয়ে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতা চান। তিনি সহযোগিতার জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনে ফোন করেন। কোয়ান্টামের স্বেচ্ছাসেবীরা স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুযায়ী জানাজা শেষে দাফন কার্য সমাধা করেন।
গাজীপুর : গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৮২৭ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ১০৫ জন। মারা গেছেন ৬০ জন।
কুমিল্লা : একদিনে নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৭৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১৮৬ জন। মারা গেছেন ১৭৩ জন।
বগুড়া : একদিনে আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৫১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৩৩৯ জন।
লালমনিরহাট : করোনা আক্রান্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ ম শফিকুল আলম খন্দকার (খোকা) মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে লালমনিরহাট জেলায় করোনায় আক্রান্ত হয়ে তিনজন ইউপি চেয়ারম্যানের মৃত্যু হলো। এর আগে গত ২১ আগস্ট হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান ও ২৩ আগস্ট পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান শফিউল আলম রোকন মারা যান।