শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা

নব্য জেএমবির শীর্ষস্থানীয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

নব্য জেএমবির শীর্ষস্থানীয় এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম শিব্বির আহমাদ (২২)। বৃহস্পতিবার বিকালে রাজধানীর পূর্ব বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মোবাইল ফোন, জিহাদি বই ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল তাকে আদালতে পাঠানো হয়। সিটিটিসি বলছে, শিব্বির আহমাদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শিব্বির জানিয়েছেন, তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে অর্থ সংগ্রহ করে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছিলেন। নব্য জেএমবির এক সময়কার আমির মুসার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দেশের ভিতরে নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকা  করার জন্য তিনি বিদেশি নাগরিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছিলেন। শিব্বির ঢাকার বাসাবোর সাইদিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১৭ সালে দাখিল পাস করেন। পরে বিভিন্ন মসজিদের মুয়াজ্জিন ও সহকারী ইমামের কাজের আড়ালে উগ্রবাদী ধারণা প্রচার এবং জঙ্গি কার্যক্রম পরিচালনা করেন। সিটিটিসির কর্মকর্তারা জানান, শিব্বির নব্য জেএমবি প্রতিষ্ঠার পর থেকেই জঙ্গি সংগঠনটির সঙ্গে যুক্ত। শুরুতে তিনি সংগঠনের মিডিয়া উইংয়ে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর