শনিবার, ২৯ আগস্ট, ২০২০ ০০:০০ টা
বিশ্ব পরিস্থিতি

যুক্তরাষ্ট্র ব্রাজিল ভারতে টানা মৃত্যু ও সংক্রমণ বেড়েই চলেছে

প্রতিদিন ডেস্ক

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। দেশ তিনটিতে মৃত্যুর সংখ্যা হয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৮৫ হাজার, ব্রাজিলে ১ লাখ ১৯ হাজার এবং ভারতে ৬২ হাজার। বিশ্বব্যাপী গতকাল পর্যন্ত মোট মৃত্যু দাঁড়ায় ৮ লাখ ৩৭ হাজার প্রায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত বছরের ৩১ ডিসেম্বর চীনে প্রাদুর্ভাব হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস সারা বিশ্বেই এক ভয়াবহ সংকট তৈরি করেছে। যতই দিন যাচ্ছে বিশ্বে  এই ভাইরাসের সংক্রমণ এবং মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। এরই মধ্যে ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৪৭ লাখ মানুষ। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬০ লাখের মতো। করোনার হটস্পট ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসে দিন দিন সংক্রমণ বাড়ছেই। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই তা-ব চালাচ্ছে প্রাণঘাতী এ ভাইরাস। করোনা সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৬৫ হাজার। ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৩ লাখ ৯৩ হাজার। গত বৃহস্পতিবারও ভারত ছিল আক্রান্তের শীর্ষে। এদিন ২৪ ঘণ্টায় আক্রান্ত ছিল ৭৬ হাজার ৮২৬ জন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছিল ৪৬ ২৮৬ জন এবং ব্রাজিলে ৪২ হাজার ৪৮৯ জন। এ ছাড়া রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮০ হাজার। এর মধ্যে মারা গেছে ১৬ হাজার ৯১৪ জন। দেশটিতে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৮ লাখ মানুষ। করোনা সংক্রমণে পঞ্চম অবস্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৮ হাজার ২৮৬। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৬২৮ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ৩১ হাজার ৩৩৮।

 

সর্বশেষ খবর