রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

এত অনুদান কোনো সরকার দেয়নি

-মুজিবুল হক

এত অনুদান কোনো সরকার দেয়নি

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবারের মতো এত অনুদান কোনো সরকার কখনো দেয়নি। তিনি প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে আছি। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ও জেলা ত্রাণ কর্মকর্তাও এবার ত্রাণ বিতরণে গলদঘর্ম হয়েছেন। আমরা ইউনিয়ন ও গ্রামের নেতৃবৃন্দের মাধ্যমে সরকার ও দলের সহায়তা মানুষের ঘরে পৌঁছে দিয়েছি। ব্যক্তিগতভাবেও মানুষের পাশে দাঁড়িয়েছি। যারা লজ্জায় সাহায্য চাইতে পারেননি তাদের বাড়ি সাহায্য পৌঁছে দিয়েছি। পর্যাপ্ত সাহায্য পেয়ে মানুষ ভীষণ খুশি। সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, দলের পাশাপাশি নিজের পক্ষ থেকেও খাবার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি বিতরণ করেছি। জেলায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বিএমএ নেতৃবৃন্দসহ স্বাস্থ্য বিভাগ করোনা রোগীদের সেবায় কাজ করেছে। মানুষকে ঝুঁকিমুক্ত রাখতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের অনেকে আক্রান্ত হয়েছেন, অনেকে মারা গেছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচিগুলো সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করছি। ১৫ আগস্ট ও ২১ আগস্ট বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি পালন করা হয়েছে। দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের মাধ্যমে মুজিবর্ষে গাছের চারা বিতরণ করেছি। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আগেও পালন করেছি, ভবিষ্যতেও করব।

সর্বশেষ খবর