রবিবার, ৩০ আগস্ট, ২০২০ ০০:০০ টা

সরকার মানুষের মনের কথা শোনেনি

-আমিন-উর-রশিদ ইয়াছিন

সরকার মানুষের মনের কথা শোনেনি

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, করোনা বৈশ্বিক মহামারী। তা মোকাবিলায় সরকারের যত সরঞ্জাম আছে, তা একটি দলের নেই। বর্তমান সরকার গায়েবি ভোটের সরকার। তাই তারা মানুষের মনের কথা শোনেনি। করোনায় সাধারণ ছুটির সময় মানুষ অনেক দুর্ভোগে দিন কাটিয়েছে। খাবার পায়নি, চিকিৎসা পায়নি। বিনা চিকিৎসায় মারা গেছে। সরকারি হাসপাতালে একটি আইসিইউর ব্যবস্থা করা যায়নি। শেষ দিকে আইসিইউ করা হলেও সেখানে অধিকাংশ ক্ষেত্রে দলীয় বিবেচনায় ভর্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজনীতি কখনো এত নিচে নামেনি। এ দুর্যোগের সময় আমরা রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। আমরা চাই মানুষ যেন খাবার পায়, বাঁচার জন্য একটু চিকিৎসা পায়। বিএনপির ভূমিকার বিষয়ে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, আমাদের অনেক নেতা-কর্মী আক্রান্ত হয়েছেন। মারাও গেছেন। তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের নেতা-কর্মীরা নগরী, উপজেলা ও গ্রামে অসহায় মানুষের ঘরে সহায়তা পৌঁছে দিয়েছেন। এ ছাড়া আমরা হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি বিতরণ করেছি। দলের কার্যক্রমের বিষয়ে বলেন, এই সময়ে দলীয় কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে। আমাদের মানবিক কার্যক্রমগুলো অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর