রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
কৃষি

গলাচিপায় বর্ষা মৌসুমে তরমুজের বাম্পার ফলন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় বর্ষা মৌসুমে তরমুজের বাম্পার ফলন

পটুয়াখালীর গলাচিপায় বর্ষা মৌসুমে তরমুজের বাম্পার ফলনে খরচের ২০ গুণ লাভের স্বপ্ন দেখছেন তরমুজ চাষি জাহাঙ্গীর ফরাজী। উপজেলার গ্রামর্দ্দন গ্রামে ২০ শতক জমিতে মাত্র ২০ হাজার টাকা খরচ করে সঠিক পরিচর্যার মাধ্যমে তরমুজের বাম্পার ফলন ফলাতে সক্ষম হয়েছেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জাহাঙ্গীর ফরাজী মাটির বেড তৈরি করে তরমুজের বীজ বপন করেছেন। মাটির বেডের ওপরে কট সুতার জাল দিয়ে মাচা তৈরি করেছেন যাতে তরমুজ গাছের লতা মাচার ওপরে বাড়তে পারে। মাচার সাহায্যে বেড়ে ওঠা শূন্যে ঝুলে থাকা তরমুজ জালি দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রতিটি তরমুজের  ওজন হবে ৭-৮ কেজি। জাহাঙ্গীর ফরাজী জানান, আষাঢ়ের প্রথম দিকে তিনি তরমুজের চাষ শুরু করেন। প্রথম দিকে ১ হাজার পিস বড় তরমুজে জালি বেঁধেছেন। তরমুজ বিক্রিতে ৪ লাখ টাকার ওপরে লাভ হবে বলে আশা করছেন তিনি। প্রতিদিন ওই অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সের লোক জাহাঙ্গীর ফরাজীর তরমুজ খেত দেখতে ভিড় করেন। অনেকেই তরমুজ চাষে আগ্রহ প্রকাশ করেন। উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ বলেন, বর্ষা মৌসুমে জাহাঙ্গীরের মতো অন্য কৃষককেও তরমুজ চাষে উৎসাহিত করা হবে। জাহাঙ্গীরকে নানা ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী চাষি হিসেবে গড়ে তোলা হবে।

সর্বশেষ খবর