মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

জয়ী হলে যুক্তরাষ্ট্র পাবে প্রথম এশীয় নারী ভাইস প্রেসিডেন্ট

সাইফ ইমন

জয়ী হলে যুক্তরাষ্ট্র পাবে প্রথম এশীয় নারী ভাইস প্রেসিডেন্ট

ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জো বাইডেন। নির্বাচনে জয়ী হলে ভাইস প্রেসিডেন্ট হবেন ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল ও বর্তমান সিনেটর কমলা হ্যারিস। আর এমনটা হলে ইতিহাসে লেখা হবে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ-এশীয় নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের নাম। ডেমোক্র্যাটিক পার্টিও কারিশম্যাটিক কমলা হ্যারিসকে নিয়ে সে স্বপ্নই দেখছে। জো বাইডেন টুইটার বার্তায় বলেছেন, ‘কমলা হ্যারিস একজন নির্ভীক যোদ্ধা, যিনি সংখ্যালঘুদের হয়ে লড়াই করেন। একই সঙ্গে তিনি দেশসেরা সরকারি কর্মচারীদের একজন। তাকে আসন্ন নির্বাচনে আমার রানিংমেট হিসেবে ঘোষণা করতে পেরে অত্যন্ত সম্মানিত বোধ করছি।’ কমলা হ্যারিসের পুরো নাম কমলা দেবী হ্যারিস। তিনি ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার মা শ্যামলা গোপালান ভারতের কেরালার নাগরিক ছিলেন। তিনি ছিলেন একজন                ক্যান্সার গবেষক। তার বাবা ডোনাল্ড হ্যারিস ছিলেন জ্যামাইকান অর্থনীতিবিদ। কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হওয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ-এশীয় নারী এ পদে প্রার্থিতার লড়াই করছেন। শ্বেতাঙ্গ নারীও এর আগে কেবল দুজনই এ পদে প্রার্থী হয়েছিলেন। ১৯৮৪ সালে ডেমোক্র্যাট প্রার্থী ওয়াল্টার মন্ডেলের রানিংমেট হিসেবে জেরাল্ডিন ফেরারো এবং ২০০৮ সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের রানিংমেট হিসেবে সারাহ পোলিন প্রার্থী হন। কিন্তু তারা কেউই নির্বাচনে জয়ী হতে পারেননি।

বিষ মেশানো চিঠি পাঠানোর ঘটনায় একজন গ্রেফতার : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে হোয়াইট হাউসে বিষাক্ত পদার্থ রাইসিন মেশানো চিঠি পাঠানোর ঘটনায় সন্দেহভাজন একজন নারীকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই নারী ২০ সেপ্টেম্বর কানাডা থেকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়। ওই নারীর কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর