শনিবার, ৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এসএমই খাতের ব্যবসায়ীরা দাঁড়াতে পারছেন না

-শামস মাহমুদ

এসএমই খাতের ব্যবসায়ীরা দাঁড়াতে পারছেন না

বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি শামস মাহমুদ বলেছেন, এসএমই খাতের ব্যবসায়ীরা দাঁড়াতে পারছেন না। রপ্তানিনির্ভর কিছু শিল্প-কারখানা ভালো করতে পারলেও আমাদের সার্বিক বাণিজ্যিক কার্যক্রম অনেকে এখনো শুরু করতে পারেননি। ব্যাংকিং সমস্যার সঙ্গে এনবিআর সংক্রান্ত জটিলতা রয়েছে। এগুলো ব্যবসায়ীদের মোকাবিলা করতে হচ্ছে।

বাংলাদেশ প্রতিদিনকে শামস মাহমুদ বলেন, জুলাই-আগস্টে রপ্তানি বেড়েছে। এটা কোনো স্বাভাবিক চিত্র নয়। ইউরোপের দেশগুলো দীর্ঘদিনের লকডাউনের কারণে সব বন্ধ ছিল। এখন সবকিছু খুলে দেওয়া হচ্ছে। সেখানে একটি বড় চাহিদা তৈরি হয়েছে। যে কারণে রপ্তানি কিছু বেশি হয়েছে। কিন্তু স্বাভাবিক চিত্র এটি নয়। কারণ এই চাহিদা থাকবে না। আমাদের সামনে সেই চ্যালেঞ্জ আছে। তিনি বলেন, ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংকট ওয়ার্কিং ক্যাপিটাল। ব্যাংকগুলো টার্ম লোন দিলেও ওয়ার্কিং ক্যাপিটাল দিতে চায় না। ওয়ার্কিং ক্যাপিটাল প্রতিদিনের চাহিদা। সেটা না থাকলে কেউ ব্যবসা চালাতে পারে না। প্রণোদনা প্যাকেজের আওতায় সুবিধা পেলেও এটি দেওয়া হয়েছে ব্যবসায়ীদের টিকে থাকতে, স্থিতি রাখতে। এখন উৎপাদনে ফিরলেও সে তুলনায় বিপণন না হলে আরও ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে তা পাবে কোথায় ব্যবসায়ীরা। এ ছাড়া সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে এসএমই খাতের ব্যবসায়ীরা। তারা সে তুলনায় ঋণ সুবিধা পায়নি। ভ্যাট, কর আদায়ের জন্য এনবিআর যাচ্ছে। তারা অনেক জরিমানা করছে। বর্তমান পরিস্থিতির মধ্যে এভাবে জরিমানা আদায় করা ব্যবসায়ীদের জন্য বড় ধরনের সংকট তৈরি করছে। আমরা দাবি করেছিলাম ইউটিলিটি বিল কিস্তিতে পরিশোধ করার সুবিধা। তা দেওয়া হয়নি। ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে হলে শুধু ব্যাংকিং সুবিধা নয়, অন্যান্য বিষয়েও সুবিধা দেওয়া দরকার।

সর্বশেষ খবর