ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় হামলা চালিয়ে একজন নারীসহ তিনজনকে হত্যা করেছে এক হামলাকারী। সে ছুরি দিয়ে ওই নারীর শিরন্ডেদ করে ফেলে বলে জানিয়েছে পুলিশ। নিস শহরের মেয়র এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে বর্ণনা করেছেন। সূত্র : রয়টার্স।
নিসের মেয়র খ্রিশ্চ এস্থুজি টুইটারে জানিয়েছেন, শহরের নতর-দাম গির্জার ভিতরে অথবা কাছে ছুরি হামলার ঘটনাটি ঘটেছে। পুলিশ হামলাকারীকে আটক করেছে। হামলাকারী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল। গির্জার ভিতরে নিহতদের মধ্যে একজনকে গির্জাটির ওয়ার্ডেন বলে মনে করা হচ্ছে। এস্থুজি জানান, হামলাকারীকে আটক করার পরও সে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে যাচ্ছিল। আটক করার সময় সন্দেহভাজন ছুরি হামলাকারীকে গুলি করে পুলিশ। তবে সে বেঁচে আছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’ পুলিশ জানিয়েছে, এই হামলায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। একজন নারীর শিরন্ডেদও করা হয়েছে।