বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দুই বয়সসীমায় বেড়েছে মৃত্যু, কমেছে চারটিতে

২৪ ঘণ্টায় মৃত্যু ৩২ শনাক্ত ২২০২

নিজস্ব প্রতিবেদক

দুই বয়সসীমায় বেড়েছে মৃত্যু, কমেছে চারটিতে

এক মাসের ব্যবধানে করোনা সংক্রমণে ১১ থেকে ২০ বছর বয়সসীমা ও ষাটোর্ধ্ব মানুষের মৃত্যুর হার বৃদ্ধি পেয়েছে। কমেছে ২১ থেকে ৩০ বছর, ৩১ থেকে ৪০ বছর, ৪১ থেকে ৫০ বছর ও ৫১ থেকে ৬০ বছর বয়সীমার মানুষের মৃত্যু। ১০ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার একই অবস্থায় আছে। ৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের তথ্য নিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে। এ সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ষাটোর্ধ্ব মানুষের মৃত্যু। বর্তমানে ষাটোর্ধ্ব মানুষের মৃত্যুর হার মোট মৃত্যুর ৫৩ দশমিক ৬২ শতাংশ, যা গত এক মাসে বেড়েছে ১ দশমিক ৩৫ শতাংশ। ১১ থেকে ২০ বছর বয়সী শিশু-কিশোরের মৃত্যুর হার দশমিক ৮০ শতাংশ, যা গত এক মাসে দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে। ১০ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার দশমিক ৪৮ শতাংশে স্থির রয়েছে। অন্যান্য বয়স শ্রেণিতে মৃত্যুর হার গত এক মাসে দশমিক শূন্য ৭ শতাংশ থেকে দশমিক ৫২ শতাংশ পর্যন্ত কমেছে। গত এক মাসে ৫১ থেকে ৬০ বছর বয়সীর মৃত্যুর হার সবচেয়ে বেশি কমলেও মোট মৃতের সংখ্যা বিবেচনায় এখনো দ্বিতীয় অবস্থানে আছে এই বয়স শ্রেণির মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মৃত্যু হয়েছে ৩২ জনের। এর মধ্যে ২২ জনই (৬৮ দশমিক ৭৫ শতাংশ) ষাটোর্ধ্ব। এ ছাড়া ছয়জন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। মৃতের মধ্যে ২৫ জন পুরুষ ও সাতজন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এর মধ্যে ২৩ জন ঢাকা, ছয়জন চট্টগ্রাম এবং একজন করে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ১৭ হাজার ৮৪টি নমুনা পরীক্ষায় ২ হাজার ২০২ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ১২ দশমিক ৮৯ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলো ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জনের দেহে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫৭১ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪ লাখ ১ হাজার ১৯৪ জন। এখন পর্যন্ত মোট মারা গেছেন ৬ হাজার ৯০৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৩ দশমিক ২৪ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

সর্বশেষ খবর