শিরোনাম
বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
প্রকৃতি

মাদারীপুরে বিরল প্রজাতির ঈগল

বেলাল রিজভী, মাদারীপুর

মাদারীপুরে বিরল প্রজাতির ঈগল

মাদারীপুরের রাজৈরে বিলুপ্ত প্রজাতির ঈগল পাখির সন্ধান মিলেছে।  সোমবার সকালে উপজেলার নয়াকান্দি গ্রামের লাউগাছের মাচায় ঈগলটিকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে আবদুর রহিম নামে এক ব্যক্তি ঈগলটিকে উদ্ধার করেন। ঈগলটির ডানা ক্ষত-বিক্ষত ছিল। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পাখিটির চিকিৎসা করানোর জন্য অনুরোধ করেন। তবে সেখান থেকে কোনো সাহায্য পাননি তিনি। তিনি পাখিটিকে মাছ ও মাংস খেতে দিয়েছিলেন। তবে অসুস্থ থাকায় পাখিটি খাবার খাচ্ছে না। পাখিটির ওজন প্রায় ২ কেজি। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গতকাল দুপুরে আহত ঈগলটিকে রাজৈর প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। মাদারীপুর বনবিভাগের প্রধান কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, আহত ঈগলটি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করছি বিলুপ্ত প্রজাতির এই ঈগলটিকে সুস্থ করে তুলতে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি। লম্বা ৩০-৩৫ ইঞ্চি হয়ে থাকে। ঈগল বৃহৎ আকার, শক্তিধর ও দক্ষ শিকারি পাখি। ঈগল সাধারণত বনে বা ঘন জঙ্গলে বাস করে। বানর, ছোট জাতের পাখি, টিকটিকি ও হাস-মুরগি খেয়ে জীবন ধারণ করে। একটি পূর্ণবয়স্ক সুস্থ ঈগল ১১ হাজার ফুট ওপরে উঠতে পারে। শীতকালে তুলনামূলক কম শীতের দেশে চলে যায়। এরা জনমানব এলাকার বাইরে এবং কমপক্ষে ১০০ ফুট ওপরে বাসা তৈরি করে। তাদের জীবন রক্ষার বড় হাতিয়ার পায়ের নখ। নখগুলো এতই তীক্ষè যে নিমিষের মধ্যে শিকারকে ছিন্নভিন্ন করে দেয়। তবে এরা এখন বিলুপ্তির পথে। বাংলাদেশে এদের দেখা পাওয়া যায় না বললেই চলে। যদিও একসময় সাদা বুকের সমুদ্র ঈগল, কুড়া বা পলাশ মেছো ঈগল, কুল্লে বা সাপখেকো ঝুঁটি ঈগল, ছোট নখের ঈগল দেখা যেত। বর্তমানে এগুলো বিলুপ্তির পথে।

সর্বশেষ খবর