বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

কমছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু

২৪ ঘণ্টায় শনাক্ত ১৮৭৭, মৃত্যু ৪০

শামীম আহমেদ

কমছে সংক্রমণ, বাড়ছে মৃত্যু

সংক্রমণ কমার ক্ষেত্রে গতকাল সুখবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্তের হার ছিল ৯ দশমিক ৮৫ শতাংশ। গত সাড়ে পাঁচ মাসের তথ্য বিশ্লেষণে এর চেয়ে কম সংক্রমণ হারের খবর মেলেনি। তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন ৪০ জন, যা বিগত প্রায় তিন মাসের মধ্যে সর্বোচ্চ। সবশেষ গত ১৫ সেপ্টেম্বর এর চেয়ে বেশি ৪৩ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এর মাঝে ২১ সেপ্টেম্বরও ৪০ জনের মৃত্যুর খবর জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত আগস্ট মাসে (৩১ আগস্ট) সর্বনিম্ন সংক্রমণ হার ছিল ১৭ দশমিক ৪৬ শতাংশ, সেপ্টেম্বরে (৩০ সেপ্টেম্বর) ১০ দশমিক ৭১ শতাংশ, অক্টোবরে (২৪ অক্টোবর) ৯ দশমিক ৯৫ শতাংশ, নভেম্বরে (১২ নভেম্বর) ১০ দশমিক  ৭৮ শতাংশ ও ডিসেম্বরে গতকাল এই হার ছিল ৯ দশমিক ৮৫ শতাংশ। আগস্টের শুরুতে সংক্রমণ হার ছিল আরও বেশি। ৩ আগস্ট ৩১ দশমিক ৯১ শতাংশ সংক্রমণ হারের তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। জুলাই মাসে সংক্রমণ হার ছিল ১৮ থেকে ২৬ শতাংশের মধ্যে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৭৭ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জন। গত এক দিনে ৪০ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১২৯ জনে। গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৮৮৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪০ জনের মধ্যে ২৬ জন ছিলেন পুরুষ ও ১৪ জন নারী। হাসপাতালে ৩৯ জনের ও বাড়িতে একজনের মৃত্যু হয়েছে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২৮ জন ছিলেন ষাটোর্ধ্ব, সাতজন পঞ্চাশোর্ধ্ব, তিনজন চল্লিশোর্ধ্ব ও দুজনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এর মধ্যে ২৪ জন ঢাকা, ১০ জন চট্টগ্রাম, দুজন রংপুর, দুজন ময়মনসিংহ, একজন খুলনা ও একজন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। করোনাভাইরাস সংক্রমণে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় গত ৩০ জুন। এর পর মৃত্যু কমে গেলেও শীত আসতেই ফের তা বেড়ে গেছে। দৈনিক যারা মারা যাচ্ছেন তাদের ৬০ থেকে ৭০ ভাগ মৃত্যু হচ্ছে ষাটোর্ধ্ব মানুষের।

সর্বশেষ খবর