বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

বিনামূল্যে করোনার টিকা দিতে সৌদি আরবে নাম নিবন্ধন শুরু

প্রতিদিন ডেস্ক

সৌদি আরব করোনাভাইরাসের টিকার জন্য নাগরিক ও সেখানকার বিদেশি বাসিন্দাদের নাম তালিকাভুক্তির কাজ শুরু করেছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অনলাইনে এ নিবন্ধন প্রক্রিয়া চলছে।

নাগরিক ও বাসিন্দাদের কোন দেশের টিকা দেওয়া হবে, তা জানানো হয়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, টিকাটি সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা প্রমাণে সক্ষম হয়েছে। তিন ধাপে এই টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের এই টিকা দেওয়া হবে। এদের মধ্যে থাকবেন ৬৫ বছরের বেশি বয়সী স্ট্রোক, অ্যাজমা, ডায়াবেটিস ও কিডনির রোগীরা। দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সী স্ট্রোক, অ্যাজমা, ডায়াবেটিস ও কিডনির রোগীদের এই টিকা দেওয়া হবে। সব শেষে যারা এই টিকা নিতে চান, তাদের সবাইকেই তা দেওয়া হবে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাদের টিকা দেওয়া হবে তাদের আগেই সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর