শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

২৫৮ দিনে সর্বনিম্ন সংক্রমণ হার

২৪ ঘণ্টায় শনাক্ত ১১৬৩, মৃত্যু ২০

নিজস্ব প্রতিবেদক

২৫৮ দিনে সর্বনিম্ন সংক্রমণ হার

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষায় ১ হাজার ১৬৩ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ, যা বিগত ২৫৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এর চেয়ে কম ৬ দশমিক শূন্য ৮ শতাংশ সংক্রমণ হার ছিল গত ১১ এপ্রিল। পরদিন ১২ এপ্রিল সংক্রমণ হার ১০ শতাংশ ছাড়িয়ে যায়। এর পর বাড়তে বাড়তে আগস্টের ৩ তারিখ সংক্রমণ হার দাঁড়ায় ৩১ দশমিক ৯১ শতাংশে। গত ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে গতকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে।  গতকাল বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ২০ জন। এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৯৮ জনের। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১১৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ৮০৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৪ জন ছিলেন পুরুষ ও ছয়জন নারী। হাসপাতালে ১৯ জন ও বাড়িতে একজন মারা গেছেন। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১০ জন ছিলেন ষাটোর্ধ্ব, পাঁচজন পঞ্চাশোর্ধ্ব, চারজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এর মধ্যে ১২ জন ঢাকা, তিনজন চট্টগ্রাম, দুজন খুলনা, দুজন রংপুর ও একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে করোনা সংক্রমণ শনাক্তের ১০ দিনের মাথায় গত ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ৩০ জুন ৬৪ জনের মৃত্যুর তথ্য জানানো হয়, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যু।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর