শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনেও এক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা গতকাল প্রায় ৯ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে দীর্ঘ যানজটে আটকে হাসপাতালগামী রোগী ও স্থানীয়দের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এর আগে বৃহস্পতিবার সড়ক অবরোধকালে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলায় কয়েক পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আহত হওয়ার ঘটনায় গতকাল থানায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত দেড় শ জনকে আসামি করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্র্যাফটস লিমিটেড নামের গার্মেন্ট কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন জানান, শ্রমিকরা বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিক্ষোভ শুরু করেন। এরপর বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ৬ ঘণ্টা ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখেন। কারখানার মালিক শ্রমিকদের নভেম্বর মাসের বেতন আগামী ৭ জানুয়ারি এবং ডিসেম্বর মাসের বেতন ১৯ জানুয়ারি পরিশোধের ঘোষণা দেন। অন্যান্য পাওনা আলোচনা সাপেক্ষে পর্যায়ক্রমে পরিশোধের ঘোষণা দেন। কিন্তু আন্দোলনরত শ্রমিকরা ওই সিদ্ধান্ত না মেনে উত্তেজিত হয়ে উঠেন। তারা ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে কয়েক পুলিশ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আহত হন। কর্তৃপক্ষ শুক্র ও শনিবার কারখানা ছুটি ঘোষণা করেন। ওই দুই দিন ও রবিবার সাপ্তাহিক ছুটি শেষে সোমবার কারখানা খোলার নোটিস গেটে টানিয়ে দেওয়া হয়। প্রতিদিনের মতো গতকাল সকালে কাজে যোগ দিতে কারখানায় এসে শ্রমিকরা ওই নোটিস দেখে বিক্ষুব্ধ হয়ে উঠেন। সকাল সোয়া ৮টার দিকে কারখানার পার্শ্ববর্তী সড়কে গাছের গুঁড়ি ফেলে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই সড়কের উভয়দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পোহাতে হয় দুর্ভোগ।

সর্বশেষ খবর