সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে

-ডা. এ বি এম আবদুল্লাহ

ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মানতে হবে

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, যুক্তরাজ্যের গন্ডি পেরিয়ে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন অর্থাৎ ধরন ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশে। আমাদের দেশে এখনো সংক্রমণ হার নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে নতুন ধরন ছড়িয়ে পড়লে সংক্রমণ হার                বেড়ে যাবে। তাই ভয় না পেয়ে সচেতন হতে হবে। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যুক্তরাজ্যে ছড়ানো করোনাভাইরাস সম্পর্কে গবেষণায় দেখা গেছে এটা আগের ধরনের তুলনায় ৭০ গুণ বেশি সংক্রামক। নভেম্বরের শুরু থেকে এই নতুন ধরনের ভাইরাস বৃদ্ধি পেতে শুরু করে। ডিসেম্বরে এসে এটিই অন্যান্য সব ধরনকে ছাপিয়ে যায়। এতে নতুন ধরনের অধিক সংক্রমণের বৈশিষ্ট্যের তথ্য দেয়। আস্তে আস্তে এই ধরন যুক্তরাজ্য থেকে ইউরোপ, এশিয়ার অনেক দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনার এই ধরনের কিছুটা সাদৃশ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিষয়টি আরও বিস্তর গবেষণা প্রয়োজন।

ডা. এ বি এম আবদুল্লাহ আরও বলেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো নতুন ধরন যেন না ছড়াতে পারে তার প্রস্তুতি রাখা। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে। হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। ভয় পেয়ে করোনা মোকাবিলা করা যাবে না। সুস্থ থাকতে চাইলে অবশ্যই সচেতন হতে হবে।

সর্বশেষ খবর