শুক্রবার, ৫ মার্চ, ২০২১ ০০:০০ টা

জলে-আকাশে অতিথি পাখি

সৈয়দ নোমান, ময়মনসিংহ

জলে-আকাশে অতিথি পাখি

মঙ্গলবার বিকাল। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৎস্যবিজ্ঞান অনুষদের মাঠ গবেষণা কমপ্লেক্সটি অতিক্রম করার সময় বেশ কয়েকটি জলাশয়ে চোখে পড়ে ল্যাপ উইংদের। কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে উড়ে আসা শত সহস্র গারগেনি, রুডি শেলডাকরা তখন ব্যস্ত জলকেলিতে। তবে মুহূর্তেই ঝাঁক বেঁধে আকাশে উড়ে যাওয়ার দৃশ্যও ছিল চোখধাঁধানো।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পাখিবিশেষজ্ঞদের সঙ্গে খানিক বাদেই কথা হয়। জানা যায়, দূরান্তের এই মেহমানদের সংখ্যা এবার অনেক বেশি। জলাশয়ে শীতজুড়ে ঝাঁকে ঝাঁকে সাঁতরে বেড়িয়েছে নীলচে, সবুজ, গোলাপি, মেটে, খয়েরি রঙের হাঁসের দল। সেই সঙ্গে অনেকটা নির্বিঘ্নেই উড়ে বেড়াচ্ছে ক্যাম্পাসজুড়ে। তবে উত্তর আমেরিকার এই বাসিন্দাদের এখানে পরিযানের কথা জানা নেই পক্ষীপ্রেমীদের। সুযোগে নভেম্বরে আসা এই পরিযায়ী পাখির দল এখন পর্যন্ত জলে, ডাঙায়, আকাশে করছে অবাধ বিচরণ।

কারণ ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়ে ওঠা ১২০০ একরের প্রকৃতিকন্যা বাকৃবিতে চলছে করোনাকালীন ছুটি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর