শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ০০:০০ টা

বসুরহাটে হচ্ছেটা কী : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও হামলা-মামলার ঘটনায় উষ্মা প্রকাশ করেছে হাই কোর্ট। প্রশ্ন রেখে হাই কোর্ট বলে, নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে হচ্ছেটা কী? গতকাল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান ও সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরীসহ ৯৮ জনকে দেওয়া আগাম জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ মন্তব্য  করে। হত্যাচেষ্টাসহ মোট তিনটি মামলায় চার সপ্তাহের আগাম জামিনপ্রাপ্ত ৯৮ জনের মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই ভাগিনা মাহবুবুর রহমান মঞ্জু ও ফখরুল ইসলাম রাহাতও রয়েছেন। হাই কোর্টে হাজির হয়ে জামিন চাইলে ৯৮ জনকে আগাম জামিন দেয় আদালত। আদালতে এদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও মোনায়েম নবী। একই দিন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী আইয়ুব আলীসহ নয়জনকেও চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। আদালতে এদের পক্ষে শুনানি করেন আইনজীবী সুমন বণিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর