ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি ও পরিচালক মো. রকিবুর রহমান বলেছেন, পৃথিবীর কোথাও শেয়ারবাজার কোনো কারণেই বন্ধ রাখা হয় না। গত বছর লেনদেন বন্ধ রাখা হয়েছিল। তাতে বিনিয়োগকারী শুধু নয়, দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার সরকারের আরোপিত নিষেধাজ্ঞায় শেয়ারবাজার বন্ধ করা হয়নি। এ জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। অর্থনীতি সচল রাখতে হলে ব্যাংক খোলা রাখতে হবে। ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারেও লেনদেন চালু থাকবে। তাই বিনিয়োগকারীদের আমি আহ্বান জানাই, কেউ হতাশ হবেন না। এখন বিনিয়োগের সময়, সবাই বিনিয়োগ ধরে রাখুন। রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে লেনদেন করতে হলে সশরীরে ব্রোকারেজ হাউসে আসার কোনো দরকার নেই। এখন লেনদেন হয় অ্যাপসের মাধ্যমে, অনলাইনে। মাত্র তিনজন কর্মী দিয়ে একটি প্রতিষ্ঠানের লেনদেন করা সম্ভব। সেখানে লেনদেন বন্ধ রাখার কোনো প্রয়োজন ছিল? এবার সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে উপকৃত হবেন বিনিয়োগকারীরা। উপকৃত হবে দেশের অর্থনীতি। যারা বিনিয়োগ করেন শেয়ারবাজারে, তাদের টাকার প্রয়োজন হতে পারে। বিদেশি বিনিয়োগকারীরা আছেন। লেনদেন বন্ধ থাকলে তারা শেয়ার বিক্রি করতে পারবেন না। এ ছাড়া এ জাতীয় সংকট মুহূর্তে শেয়ারবাজারে বিনিয়োগ হয় প্রচুর। যারা বিনিয়োগ করতে চাইবে বন্ধ থাকলে তারা বিনিয়োগ করতে পারবে না। তিনি আরও বলেন, যারা গুজব ছড়ায়, সিরিয়াল লেনদেন করে তাদের জন্য খুব খারাপ সময়। কিন্তু যারা সত্যিকার সুশিক্ষিত বিনিয়োগকারী তাদের জন্য এখন সুসময় শেয়ারবাজারে। এখনই বাজারে বিনিয়োগ করার উপযুক্ত সময়। যদি মৌলিক শেয়ারে বিনিয়োগ করে তারা অনেক বেশি মুনাফা পাবে। মাত্র এক বছরের বিনিয়োগে তারা অনেক মুনাফা করতে পারবে। বিনিয়োগকারীদের বলব গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বেক্সিমকোসহ যাদের ফ্রি ফ্লোট অনেক শেয়ার রয়েছে দাম কমলে অ্যাভারেজ করুন। কান দেবেন না, হতাশ হবেন না। ধৈর্য ধরুন ভালো ফল পাবেন।