শিরোনাম
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মা বাবা বোন নানির পাশেই ঘাতক দুই ভাইয়ের কবর

টেক্সাসে ছয় লাশ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

সেই মা বাবা বোন আর নানির পাশেই কবর হচ্ছে ঘাতক দুই ভাইয়ের। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ২টায় টেক্সাস স্টেটের ডালাস সিটিসংলগ্ন এলেন মসজিদে সবার নামাজে জানাজা শেষে বিকাল ৪টায় ডেন্টন মুসলিম সিমেট্রিতে দাফন করা হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের সভাপতি হাসমত মোবিন বাংলাদেশ প্রতিদিনকে জানান, এ হত্যাকান্ডে মা বাবা বোন ও নানির জন্য দুটি করে মোট আটটি বুলেট ব্যবহার করা হয়। এরপর দুটি বুলেট দিয়ে এক ভাই আরেক ভাইকে হত্যা করেন। মঙ্গলবার বাবাসহ দুই ভাইয়ের লাশ এবং বুধবার মা বোন নানির লাশ প্রদান করা হয় নিহতের বড় ভাইয়ের কাছে। এদিকে ৭ এপ্রিল সন্ধ্যায় এলেন সিটির সেলিব্রেশন পার্কে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে সিটি মেয়র কেন ফাকসহ ২ শতাধিক শোকার্ত মানুষের সমাগম ঘটে। এতে স্মৃতিচারণাকালে ট্রাভেল ব্যবসায়ী শাহীন হাসান বলেন, ‘সন্তানের ব্যাপারে প্রত্যেক অভিভাবকেরই আন্তরিক হতে হবে। তাদের সময় দিতে হবে। জোর করে কোনো কিছুই চাপিয়ে দেওয়া ঠিক নয়। তা হলেই এ রকম  দুঃখজনক পরিস্থিতির অবতারণা হবে না।’ সিটি মেয়রও একই আহ্বান জানিয়ে বলেন, ‘কারও কোনো সমস্যা হলে কাউন্সেলিংয়ের ব্যবস্থাও রয়েছে।’ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের জেনারেল সেক্রেটারি বলেন, ‘কমিউনিটির সবার প্রিয় পরিচিত একটি পরিবারকে হারানোর এ শোক কখনোই দূর হবে না। তবে এটি একটি শিক্ষা দিয়ে গেল সবাইকে। আমরা যেন সন্তানের প্রতি সহানুভূতিশীল থাকি। ওদের কোনো সমস্যা দেখলে দূরীকরণে সচেষ্ট থাকি। পরিবারের মধ্যে ভালোবাসা-সম্প্রীতির বন্ধন জোরালো করতে হবে সবাইকেই।’ উল্লেখ্য, মানসিক বিকারগ্রস্ত তানভির তৌহিদ (২১) ও তার ছোট ভাই ফারহান তৌহিদ (১৯) গত শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে ১২টার মধ্যে তাদের বাবা তৌহিদুল ইসলাম (৫৪), মা আইরিন ইসলাম (৫৬), একমাত্র বোন পারভিন তৌহিদ (১৯) ও নানি আলফাতুন্নেসাকে (৭৭) গুলি চালিয়ে হত্যা করেন।

সর্বশেষ খবর