শনিবার, ২৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

৫০ টাকার ওপরে সব ধরনের সবজি, তবুও স্বস্তি

নিজস্ব প্রতিবেদক

৫০ টাকার ওপরে সব ধরনের সবজি, তবুও স্বস্তি

হাতের নাগালে না এলেও কিছুটা স্বস্তি ফিরেছে সবজি, মুরগির দামে। গত সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির দামই কমেছে। তবু বাজারে সব ধরনের সবজি ৫০ টাকা কেজির ওপরে বিক্রি হচ্ছে। রমজানকে কেন্দ্র করে গত সপ্তাহে যেসব পণ্যের দর ১০০ টাকার ওপরে ছিল এবার তাও কিছুটা কমেছে।

গতকাল রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, মান ও বাজারভেদে বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৮০ থেকে ১২০ টাকা। শসার দামও সপ্তাহের ব্যবধানে কমেছে। ৮০ টাকা কেজি বিক্রি হওয়া শসা এখন ৫০ টাকায় পাওয়া যাচ্ছে। দাম কমার তালিকায় রয়েছে- শজিনা, পটোল, বরবটি, শিম, ঢ্যাঁড়শ। গত সপ্তাহে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া শজিনা দাম কমে ৬০ থেকে ৭০ টাকা হয়েছে। পটোলের  কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটি বিক্রি হতে দেখা গেছে ৫০ থেকে ৬০ টাকায়। ঢ্যাঁড়শের কেজিও বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। শিমের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা ছিল ৬০ টাকার বেশি। দাম অপরিবর্তিত রয়েছে লাউ, ধুন্দল, করলা ও ঝিঙের। গত সপ্তাহের মতো লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ধুন্দল, করলা ও ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। টমেটোর দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। পেঁপে গত সপ্তাহের মতো ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে নতুন আসা কাঁকরোলের  কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। কাঁকরোলের মতো চড়া দামে বিক্রি হচ্ছে কচুর লতি। কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। সবজির পাশাপাশি দাম কমেছে শাকের। গত সপ্তাহে ১৫ থেকে ২০ টাকা আঁটি বিক্রি হওয়া পালংশাকের আঁটি এখন বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে লালশাক, সবুজ শাক, পাট ও কলমি শাক। পুঁইশাকের আঁটি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। এদিকে আরও কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি বিক্রি হওয়া ব্রয়লার মুরগির দাম কমে ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৭০ টাকা, যা ২৫০ থেকে ৩০০ টাকা ছিল। আর লাল লেয়ার মুরগির কেজি আগের মতো ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর