দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোয় অক্সিজেন ব্যবহার ও সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে বিস্ফোরক অধিদফতর। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রীয় এ সংস্থাটি দেশের পাঁচটি অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশ দিয়েছে। সম্প্রতি প্রধান বিস্ফোরক পরিদর্শক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে শিল্পে ব্যবহারের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখার এ নির্দেশ দেওয়া হয়। ওই চিঠিতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় হাসপাতাল/ক্লিনিকে করোনাভাইরাসে মারাত্মক আক্রান্তদের অক্সিজেন স্যাচুরেশন হ্রাসের কারণে দ্রুত মেডিকেল গ্রেডের অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হয়। এ পরিস্থিতিতে হাসপাতাল/ক্লিনিকে চাহিদা অনুসারে মেডিকেল অক্সিজেন পাওয়া যাচ্ছে না। ফলে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল অক্সিজেন উৎপাদন বাড়ানো এবং হাসপাতালে নিরবচ্ছিন্নভাবে অক্সিজেন সরবরাহ বজায় রাখা প্রয়োজন। একই সঙ্গে দেশে করোনা সংক্রমণ চলাকালে শিল্পপ্রতিষ্ঠানে অক্সিজেন সরবরাহ ও ব্যবহার বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। যে পাঁচটি অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- লিন্ডে বাংলাদেশ লিমিটেড, স্পেকট্রা অক্সিজেন লিমিটেড, ইসলাম অক্সিজেন (প্রা.) লিমিটেড, ডি আর ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড। দেশের মোট অক্সিজেন চাহিদার একটি বড় অংশ আসে ভারত থেকে। কিন্তু সে দেশটিতে করোনা পরিস্থিতির নাজুক অবস্থায় অক্সিজেন রপ্তানি ও সরবরাহ এখন বন্ধ হয়ে গেছে। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় এরই মধ্যে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট তৈরি হয়েছে।