শিরোনাম
শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

পদ্মার কাতলা বিক্রি হলো ১৮ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি

পদ্মার কাতলা বিক্রি হলো ১৮ হাজার টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়া কাতলা মাছটি বিক্রি হলো ১৮ হাজার টাকায়। মাছটির  ওজন ১৭ কেজি।

গতকাল ভোরে স্থানীয় জেলে এরশাদ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে দুলাল মোল্লার আড়তে তোলা হয়। সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী ১১০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করে। বড় আকৃতির  মাছটি  দেখার জন্য স্থানীয় আড়তে উৎসুক জনতা ভিড় করেন। ফেরিঘাটের সুমাইয়া মৎস্য আড়তের ব্যবসায়ী মো. সোহেল মোল্লা বলেন, বৃহস্পতিবার ভোরে মাছ কেনার জন্য আড়তে যাই। সেখানে বড় আকৃতির একটি কাতলা মাছ দেখতে পাই। ১৭ কেজির কাতলা মাছটি উন্মুক্ত দরে ১১০০ টাকা কেজি হিসেবে ১৮ হাজার ৭০০ টাকা দিয়ে ক্রয় করি। মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ভিডিও কলের মাধ্যমে বিক্রি করি। তবে কত টাকা দরে মাছটি বিক্রি করেছেন সেটি জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, উপজেলা মৎস্য অফিসারের মাধ্যমে মাছটির তথ্য সংগ্রহ করা হয়েছে।

সর্বশেষ খবর