বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

টিকা ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রয়োজন

ড. জামাল উদ্দিন আহমেদ

টিকা ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রয়োজন

আসছে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে আগামী সেপ্টেম্বরের মধ্যে কমপক্ষে দেশের ১০ কোটি মানুষকে টিকা প্রদান ও কর্মসংস্থান নিশ্চিতের বাজেট চান অর্থনীতিবিদদের সংগঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, টিকার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি প্রয়োজনে লবিস্ট নিয়োগ দিতে হবে। যে কোনো মূল্যে টিকা নিশ্চিত করতে পারলেই মানুষের মাঝে আত্মবিশ্বাস বাড়বে। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে রবিবার এসব কথা বলেন ড. জামাল উদ্দিন আহমেদ। তিনি অর্থনীতি সমিতির বাজেট প্রস্তাব তুলে ধরে বলেন, বর্তমান পরিবেশে করোনার ক্ষতি পোষাতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি বাজেট চাই। প্রয়োজনে পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে রাজস্ব আয়ে যত সম্ভব সতর্ক থাকতে হবে। রাজস্ব আয়ের ক্ষেত্রে ব্যাপক জনগোষ্ঠীর ওপর (দরিদ্র-নিম্নবিত্ত-নিম্নমধ্যবিত্ত-মধ্যবিত্ত) আমরা কোনো ধরনের চাপ প্রয়োগ সমীচীন মনে করি না। ধনী ও বিত্ত-সম্পদশালী ব্যক্তি এবং প্রতিষ্ঠান, যারা সঠিক পরিমাণ কর প্রদান করেন না তারা যেন সঠিক পরিমাণ কর প্রদান করেন তা বিবেচনায় আনা জরুরি। তিনি বলেন, মানব উন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নসহ উৎপাদনশীল বিনিয়োগে দারিদ্র্যবৈষম্য-অসমতা দূরসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে (কৃষকের শস্যবীমা ও ভূমি সংস্কারসংশ্লিষ্ট কার্যক্রম) বরাদ্দে অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব করছি।

বাজেটে আয়-ব্যয় বিন্যাসসহ বিভিন্ন নীতি-কৌশলসংশ্লিষ্ট নির্দেশনা মেনে কয়েকটি বিষয়ের সম্ভাব্য অর্জনের মাত্রা নিরূপণ করা উচিত। যার মধ্যে রয়েছে আয় ও ব্যয় বৈষম্য হ্রাসকারী মানবিক উন্নয়ন নিশ্চিত করা, সমাজের সব দরিদ্র-প্রান্তিক-পিছিয়ে পড়া মানুষের সম্ভাব্য দ্রুতগতিতে জীবনমান বৃদ্ধির নিশ্চয়তা, বণ্টন ন্যায্যতা নিশ্চিতসহ উচ্চতর অর্থনৈতিক প্রবৃদ্ধি, অধিকতর কার্যকর, বৈচিত্র্যপূর্ণ উৎপাদনশীল কৃষি, অধিক হারে কর্মসংস্থান সৃষ্টিসহ ন্যায্য মজুরির নিশ্চয়তা, নারীর অর্থনৈতিক-রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ক্ষমতায়নসহ সব ধরনের সামাজিক সুরক্ষার বিস্তৃতিসহ সুসংগঠিত সামাজিক বীমা পদ্ধতির ব্যবস্থা করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর