রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
রামপাল বিদ্যুৎ কেন্দ্র

কভার্ড কোল শেড নির্মাণে আসছে ভারতীয় কয়লা

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক প্রকল্পটির প্রথম কভার্ড কোল শেড তৈরির জন্য ভারত থেকে কয়লা আমদানি করা হচ্ছে। চলতি সপ্তাহের যে কোনো দিন এই কয়লা বাংলাদেশে পৌঁছাবে। বিদ্যুৎ কেন্দ্রটিতে বর্তমানে এ ধরনের চারটি কভার্ড কোল শেড নির্মাণাধীন রয়েছে। এরই মধ্যে কলকাতা বন্দর থেকে মোংলার উদ্দেশে কয়লা বোঝাই জাহাজ ছেড়েছে। গতকাল এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে থাকা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লি. (বিআইএফসিএল) কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করে।

বিআইএফসিএল’র একজন কর্মকর্তা জানান, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা আসছে ঠিকই, কিন্তু তা বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, কোল শেড তৈরির জন্য। প্রাথমিকভাবে চার হাজার মেট্রিক টন কয়লা আসবে একটি কাভার্ড বার্জে করে। এই কয়লা চলতি সপ্তাহের মধ্যে মোংলা বন্দরে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন তিনি। জানা যায়, বিদ্যুৎ উৎপাদনের জন্য বিদেশ থেকে কয়লা আমদানি করে যেখানে রাখা হবে সেই জায়গাটিকে কভার্ড কোল শেড বলা হয়। এটি তৈরির জন্য ভারত থেকে এই কয়লা আমদানি করা হচ্ছে। এই কয়লাকে মূলত কার্পেট কয়লা বলে। কার্পেটিং না করলে বিদ্যুতের জন্য যে কয়লা কেনা হবে তা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতীয় কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক কোম্পানি (ভেল)-এর সঙ্গে যে ইপিসি চুক্তি হয়েছে, তাতে এভাবেই কভার্ড কোল শেড তৈরির কথা বলা আছে। ভেল দেশটির ধানবাদ থেকে এই কয়লা আনা হয়েছে। মোট চারটি ইয়ার্ডের মেঝের জন্য প্রায় ৪৫ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে। সম্প্রতি ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু ‘এই কয়লাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পাঠানো হচ্ছে’ এমন খবর ছাপালে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বিআইএফসিএল বিষয়টি পরিষ্কার করেছে। তারা জানায়, বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক জ্বালানি হিসেবে যে কয়লা ব্যবহার করা হবে তা উন্নতমানের। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানির জন্য এরই মধ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করা হয়েছে। এগুলো পরবর্তী যাচাই বাছাই শেষে নির্বাচিত ঠিকাদারের সঙ্গে উপযুক্ত দেশ থেকে উন্নতমানের কয়লা ক্রয় ও সরবরাহের চুক্তি করা হবে। প্রসঙ্গত, বাগেরহাটে নির্মাণাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য কলকাতা বন্দর থেকে ভারতীয় কয়লাবাহী একটি জাহাজ মোংলা বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার (২ জুলাই) কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের (এসএমপি) নেতাজী সুভাষ ডক (এনএসডি) থেকে প্রায় চার হাজার মেট্রিক টন কয়লা বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে বলে খবর দিয়েছে ভারতের পত্রিকা দ্য হিন্দু।

সর্বশেষ খবর