বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

মৃত্যু বেশি ঢাকা খুলনায়

সর্বোচ্চ সংক্রমণ বরিশাল সিলেটে, ২৪ ঘণ্টায় প্রাণহানি ২০৩, শনাক্ত ১২ হাজার ১৯৮

নিজস্ব প্রতিবেদক

মৃত্যু বেশি ঢাকা খুলনায়

করোনায় সবচেয়ে কম সংক্রমিত অঞ্চল হিসেবে এত দিন বরিশাল ও সিলেট বিভাগ এগিয়ে থাকলেও চলতি জুলাইয়ে বদলে গেছে সব হিসাব-নিকাশ। কয়েক দিন ধরেই নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হচ্ছে বরিশাল ও সিলেট বিভাগে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে শনাক্তের হার ছিল ৪২.৫০ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এর পরই সিলেট বিভাগে শনাক্তের হার ছিল ৪১.৭০ শতাংশ। সবচেয়ে কম শনাক্তের হার ছিল রাজশাহী বিভাগে ১৯.৫৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে ২০৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৮ জনের দেহে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে আর ৫৩ জন খুলনা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩০, রাজশাহী বিভাগে ২৭, রংপুর বিভাগে ১৫, বরিশাল বিভাগে পাঁচ, সিলেট বিভাগে পাঁচ ও ময়মনসিংহ বিভাগে সাতজন মারা গেছেন। আগের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, কোনো এলাকায় সংক্রমণ হার ও শনাক্তের সংখ্যা বেড়ে গেলে কিছুদিন পরই বাড়তে থাকে মৃত্যু। আবার শনাক্তের হার বাড়লেও নমুনা পরীক্ষা কম হলে সেখানে উপসর্গে মৃত্যু বাড়ে। বেশ কিছুদিন করোনার তান্ডব চলার পর কমতে থাকে শনাক্তের হার ও মৃত্যু। গত মাসে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে করোনার সর্বোচ্চ তান্ডব চলে। এখন দ্রুত সংক্রমণ বাড়ছে বরিশাল ও সিলেটে। সেই সঙ্গে গত বছর সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে থাকা ঢাকা বিভাগে চলতি বছরের শুরুতে করোনার দাপট কমে গেলে আবার বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ২৯.২১ শতাংশ, যা আগের দিনের চেয়ে ২ শতাংশের মতো কম। গতকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৬ হাজার ৮৪২ জন ও সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত ২০৩ জনের মধ্যে ১৩২ পুরুষ আর ৭১ নারী। এর মধ্যে ১৮৯ জন হাসপাতালে, ১৪ জন বাড়িতে মারা গেছেন। বয়স বিবেচনায় ১১৮ জন ষাটোর্ধ্ব, ৩৯ জন পঞ্চাশোর্ধ্ব, ২৮ জন চল্লিশোর্ধ্ব, ১২ জন ত্রিশোর্ধ্ব ও ছয়জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে। গত এক দিনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল যথাক্রমে বরিশাল বিভাগে ৪২.৫০, সিলেট বিভাগে ৪১.৭০, চট্টগ্রাম বিভাগে ৩৫.৫৮, রংপুর বিভাগে ৩১.৮৪, খুলনা বিভাগে ৩০.৪২, ময়মনসিংহ বিভাগে ২৯.১৩, ঢাকা বিভাগে ২৬.৫৬ আর রাজশাহী বিভাগে ১৯.৫৯ শতাংশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর