শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি সোনাসহ সৌদি আরব ফেরত একজন যাত্রীকে আটক করা হয়েছে। গতকাল কাস্টমস ঢাকার প্রিভেনটিভ টিম গ্রিন চ্যানেল দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ওই যাত্রীকে আটক করে। তার নাম রাকিবুল হাসান। বাড়ি কুমিল্লা জেলায়।
কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা সৌদি এয়ারলাইনসের ফ্লাইটের ভিতরে প্রবেশ করেন। তারা দেখতে পান ফ্লাইটের সিট নং-৪৮ এর যাত্রী রাকিবুল হাসান বেরিয়ে গ্রিন চ্যানেলের দিকে যাচ্ছিলেন। এ সময় তার আচরণে সন্দেহ হয়। তার লাগেজে তল্লাশি চালিয়ে কালো রঙের একটি হ্যান্ড ব্যাগের ভিতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫২টি সোনার বার উদ্ধার করা হয়। আটক করা সোনার বারের মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে কাস্টমস জানায়। বিমানবন্দর থানায় ওই যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।