সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভারতের ট্রেনে আসা ২০০ টন অক্সিজেন সিরাজগঞ্জে খালাস

সিরাজগঞ্জ প্রতিনিধি

ভারত থেকে তরল অক্সিজেন নিয়ে দেশে আসা ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি গতকাল বেলা পৌনে ১১টায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় স্টেশনে এসে পৌঁছে। ভারতের লিন্ডে কোম্পানির কাছ থেকে বাংলাদেশি কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেড এলসির মাধ্যমে এ তরল অক্সিজেন কেনার পর বাংলাদেশ-ভারত সরকারের সহায়তায় প্রথম ট্রেনের মাধ্যমে ভারত থেকে ট্রেনযোগে দেশে অক্সিজেন আনা হলো। ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটিতে ১০টি ট্যাংকারে ২০০ টন তরল অক্সিজেন ছিল।  বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমদ ট্রেন থেকে অক্সিজেন খালাস কার্যক্রমের উদ্বোধন করেন।

লিন্ডে বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার নুরুর রহমান সেখ জানান, এত দিন লিন্ডে বাংলাদেশ সড়কপথে তরল অক্সিজেন আমদানি করত। বাংলাদেশ ও ভারত সরকারের সহায়তায় প্রথম বাংলাদেশে ট্রেনের মাধ্যমে তরল অক্সিজেন আমদানি করা হলো। ট্রেনের ভাড়া কোম্পানি বহন করলেও ট্রেনের মাধ্যমে সহজে আমদানি হওয়ায় দিনটিকে আমরা মাইলফলক হিসেবে মনে করছি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহমদ জানান, আমদানি করা তরল অক্সিজেন আমদানির মাধ্যমে অক্সিজেন সরবরাহ বাড়বে। এতে করোনা চিকিৎসা ত্বরান্বিত হবে।

সর্বশেষ খবর