সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা
ঈদ ছুটির পর প্রথম দিন

ব্যাংক-শেয়ারবাজারে লেনদেন, গ্রাহক উপস্থিতি কম

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার ছুটি শেষে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। করোনার বিধিনিষেধের কারণে সবকিছু বন্ধ থাকলেও সীমিত পরিসরে চলছে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। গতকাল রাজধানীর বেশির ভাগ ব্যাংক শাখাই খোলা ছিল। তবে এলাকাভিত্তিক কিছু শাখা বন্ধ রয়েছে। ছুটি শেষে প্রথম দিনের লেনদেনে ব্যাংক শাখাগুলোতে তেমন গ্রাহক উপস্থিতি দেখা যায়নি। ব্যাংকের কর্মকর্তাদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। কর্মকর্তারা বলছেন, ছুটি শেষ হলেও বিধিনিষেধের কারণে গ্রাহক উপস্থিতি কম। এদিকে সীমিত পরিসরে চলেছে শেয়ারবাজারে লেনদেন। ছুটি শেষে শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ১৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪২৪ পয়েন্টে উঠে এসেছে। ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাইফ পাওয়ারটেকের  শেয়ার। কোম্পানিটির ৬৮ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫১ কোটি ৩ লাখ টাকার  লেনদেন হয়েছে। ৩৯ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১০৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪০ কোটি ৭৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৭৮টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর