জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, যেখানে জাতীয় পার্টির সংসদ সদস্যরা রয়েছেন সেখানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই কাজ করেন। কিন্তু যেখানে আমাদের সংসদ সদস্য নেই সেখানে আওয়ামী লীগ সংসদ সদস্যরা আমাদের নেতা-কর্মীদের একবারেই সুযোগ সুবিধা দেন না। দিতে চান না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। মসিউর রহমান রাঙ্গা বলেন, জোটগত রাজনীতি সমগ্র বিশ্বেই চলছে। গ্রিস, স্কটল্যান্ড জোট করে নির্বাচন হয়েছে। আগের মতো একেকটি দল এখন আর এককভাবে নির্বাচন করে না। আওয়ামী লীগের রয়েছে ১৪ দল। বিএনপিরও অনেক দল আছে। গত নির্বাচন ছিল আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটি অ্যালায়েন্স। সমঝোতার মাধ্যমে আমরা আসন ভাগ করে নিয়েছিলাম। নির্বাচনের পর প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছিলেন আমরা মন্ত্রিপরিষদে যাব না। আমরা বিরোধী দলে থাকব। তখন তিনি বিরোধী দলের চেয়ারম্যান থাকলেন বেগম রওশন এরশাদ ডেপুটি লিডার থাকলেন আমিও মহাসচিব হিসেবে চিফ হুইপ ছিলাম। আগামীতে সমঝোতা যদি সমঝোতার মতো হয় তাহলে আওয়ামী লীগের সঙ্গে যাব। কেউ নিজের দলকে বেশি প্রাধান্য দিয়ে থাকে সেটা সমঝোতা হয় না। তিনি বলেন, ব্যক্তিগত বা দলগতভাবে আওয়ামী লীগ সরকারের কাছে কিছু চাওয়ার নেই। আমরা চাই সুশাসন প্রতিষ্ঠা। আর তা সঠিকভাবে হচ্ছে না। সংসদেও আমরা এই কথাগুলো বলি। তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের সহযোগিতায় আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় আসে। এটা ভুলে গেলে ভুলে যাবে। মনে রাখলে আমাদের সঙ্গে সেভাবে ব্যবহার করবে। এটা তাদের বিষয়।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের দলগত ব্যক্তিগত সম্পর্ক ভালো। মাননীয় প্রধানমন্ত্রী আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন। উনাকে অনুরোধ করেছি। অনেক কিছুই দিয়েছেন। আমাদের জাতীয় পার্টির এমপিদের এলাকাতেও অনেক উন্নয়ন হয়েছে। এভাবে সারা দেশেরই তিনি উন্নয়ন করেছেন।