চট্টগ্রামে ড্রেন ও নালায় পড়ে একের পর এক মৃত্যুর আসল দোষীকে খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা দরকার। আসল দোষীকে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পারলে একের পর এক ঘটনা ঘটতেই থাকবে এমন দাবি করেছেন চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধি অ্যাডভোকেট আখতার কবির। তার মতে, উন্নয়ন প্রকল্পে কাজের নামে যে সমন্বয়হীনতা চলছে, তা জনগণের সঙ্গে তামাশা করার শামিল। এতে জনগণকে অবহেলা করা হচ্ছে। গত কয়েক মাসে চারজনের মৃত্যু হয়েছে। এ মৃত্যুগুলোর জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সেবা সংস্থাগুলো সমান দায়ী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পরামর্শ দিয়ে তিনি বলেন, এ মৃত্যুগুলোর প্রতিটাই হত্যাকান্ড। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উচিত আদালতে হত্যা মামলা দায়ের করা। ক্ষতিপূরণ মামলা দায়ের করা। হত্যা মামলা দায়ের হলে দোষী সংস্থাকে যেমন বিচারের মুখোমুখি করা যাবে, একইভাবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যাবে।