ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর আগে তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ওই মামলা দুটি করা হয়েছে।
এর মধ্যে গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক বক্তব্য এবং ফেসবুক লাইভে এসে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে তার বিরুদ্ধে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে। এ ছাড়া জেড এম রানা নামে এক ব্যক্তি ৫০ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে আরেকটি মামলা করেছেন। ডিবিসূত্র জানান, মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে করা দুটি মামলাই তদন্ত করবে ডিবি পুলিশ। সোমবার রাতে তাকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে আটক করা হয়। তিনি যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত-সমালোচিত। করোনা মহামারী নিয়ে নানা বক্তব্য দিয়ে তিনি ভাইরাল হন। বিভিন্ন সভায় দাবি করতে থাকেন- ইতালিপ্রবাসী মামুন মারুফ নামে কথিত এক ব্যক্তি স্বপ্নযোগে ভাইরাসের সঙ্গে সাক্ষাৎকারে কথা বলেন। বিজ্ঞান সম্পর্কেও মুফতি ইব্রাহীম ভিত্তিহীন কথা বলে ট্রলের শিকার হন। নারীদের নিয়ে তার বিদ্রুপ মন্তব্যেরও সমালোচনা করেন অনেকে। সম্প্রতি ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেকসপিয়রের নাম শেখ জুবায়ের ছিল বলেও মন্তব্য করেন মুফতি ইব্রাহীম। আদালত-সূত্র জানান, গতকাল ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে তাকে হাজির করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ডের আদেশ দেন।