সোমবার, ৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ফিটনেসবিহীন গাড়ি

অভিযানে নামতেই সড়কে কম যানবাহন দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

অভিযানে নামতেই সড়কে কম যানবাহন দুর্ভোগে যাত্রীরা

রোড পারমিট ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে গতকাল রাজধানীর আরামবাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ -বাংলাদেশ প্রতিদিন

রাজধানীতে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে গতকাল যৌথ অভিযান চালিয়েছে বিআরটিএ এবং দুই সিটি করপোরেশন ডিএসসিসি ও ডিএনসিসি। বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে ডিএমপি। এ অভিযানের খবরে রাজধানীর রাস্তায় যানবাহন অনেকটা কমে যায়। ফলে রাজধানীর রাস্তায় চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।  গতকাল বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত রুট পারমিটহীন বাস-মিনিবাস বন্ধে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০টি বাসকে ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। বাসগুলোকে সর্বোচ্চ ৮ হাজার ও সর্বনিম্ন ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএসসিসি ও বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও ফিরোজা পারভীন। এর মধ্যে ৫২ হাজার টাকা আদায় ও ৫ হাজার টাকা অনাদায় রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজা পারভীন জানান, ডিএসসিসি ও বিআরটিএর যৌথ অভিযান পরিচালনা করা হয়। মূলত ঢাকা সিটিতে চলাচলের অনুমোদন নেই তবুও সিটিতে চলছে এমন বাস ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে এই অভিযান। অভিযানে কোনো ফিটনেসহীন পরিবহন পাওয়া না গেলেও রুট পারমিট ভায়োলেন্স করেছে এবং রুট পারমিটের মেয়াদ নেই এমন বাসগুলোকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এসব রুট পারমিটহীন বাস চলাচল বন্ধ করা। যেহেতু এসব পরিবহনকে মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে, সেহেতু এটার মাধ্যমে মেসেজটা তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তারা যেন দ্রুত কাগজটা ঠিক করে নেয়। জরিমানা করা বাসগুলো হলো বন্ধন পরিবহন, মেঘলা পরিবহন, মিডলাইন পরিবহন, স্বদেশ পরিবহন, রজনীগন্ধা পরিবহন, দোয়েল পরিবহন, রূপান্তর পরিবহন, হিমাচল পরিবহন ও দোলা পরিবহন। অভিযানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাসেল সাবরিন। এদিকে গতকাল মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্সটোকেন না থাকায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিনটি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ৯টি মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোট ১২টি মামলায় ৩৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং বিআরটিএর উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন। জানা গেছে, ডিএসসিসির অভিযানটি মতিঝিলের সোনালী ব্যাংক এলাকায় শুরু হওয়ার কথা ছিল। অভিযানের খবরে হঠাৎ করেই বাসের সংখ্যা কমতে শুরু করে ওই এলাকায়। পরে অভিযানটি মতিঝিলের বঙ্গবন্ধু স্কয়ারে স্থানান্তর করা হয়।

সর্বশেষ খবর