মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
খুলনায় ট্রিপল মার্ডার

তক্ষক বিক্রির লেনদেন তদন্তে নতুন মোড়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার কয়রায় বাবা, মা ও মেয়েকে হত্যার সাত দিনেও ‘ক্লু’ উদ্‌ঘাটন হয়নি। তবে নিহত হাবিবুল্লাহ গাজীর বিরুদ্ধে তক্ষক বেচাকেনায় লেনদেন ও নিজ বাড়িতে বহিরাগতদের নিয়ে জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। এসব বিষয় সামনে রেখে নতুনভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, প্রাথমিকভাবে পরকীয়া ও পূর্বশত্রুতার বিষয় নিয়ে সন্দেহজনক আসামি জিয়াউর রহমান, প্রতিবেশী রাজিয়া সুলতানা ও আবদুল খালেককে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলেও তথ্য পাওয়া যায়নি। এদিকে লাশ উদ্ধারের দিন থেকে আসামি রাজিয়া সুলতানার স্বামী কুদ্দুস গাজী নিখোঁজ রয়েছেন। খুলনার নিরালা এলাকায় সর্বশেষ ২৬ অক্টোবর রাতে তাকে দেখা যায়। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। সন্তান ও স্বজনদের দাবি, পুলিশ বা র‌্যাবের কোনো টিম তাকে আটক রেখেছে। জানা যায়, ২৫ অক্টোবর রাতে বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের হাবিবুল্লাহ গাজী (৩৩), তার স্ত্রী বিউটি খাতুন (২৫) ও মেয়ে হাবিবা খাতুন টুনিকে (১৩) কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়। মামলার তদন্ত কর্মকর্তা কয়রা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আসাদুল ইসলাম জানান, হত্যারহস্য উদ্্ঘাটনের জন্য তদন্তকাজ অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে পরকীয়া ও পূর্বশত্রুতার বিষয় নিয়ে সন্দেহভাজন আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলেও তথ্য পাওয়া যায়নি। জানা যায়, হত্যার ঘটনার প্রায় সাত মাস আগে হাবিবুল্লাহ রাতের বেলায় প্রতিবেশী কুদ্দুস গাজী বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রী সুলতানাকে উত্ত্যক্ত করতে যান। রাতের বেলায় সুলতানা তাকে ধারালো বঁটি দিয়ে হাতে আঘাত করেন। ফলে হত্যার ঘটনার পর সুলতানাকে নানাভাবে সন্দেহ করা হয়। কিন্তু তদন্তে অগ্রগতি না হওয়ায় ঘটনার পেছনে অন্য কারণ খুঁজতে শুরু করেছে পুলিশ। এলাকাবাসী জানান, হাবিবুল্লাহ গাজী তক্ষক বেচাকেনায় জড়িত ছিল। তিনি বহিরাগতদের নিয়ে মাঝেমধ্যে জুয়ার আসর বসাতেন। তাদের ধারণা, তক্ষক কেনাবেচার লেনদেন নিয়ে শত্রুতায় এ হত্যাকান্ড ঘটতে পারে। কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হোসেন জানান, তক্ষক বেচাকেনার বিষয়টি নিয়েও তদন্ত চলছে। তিনি বলেন, বেশ কয়েকটি বিষয় নিয়ে আলাদাভাবে তদন্ত চলছে। যে কোনো উপায়ে হত্যার মোটিভ উদ্‌ঘাটন করা হবে। তবে সুলতানার স্বামী কুদ্দুস গাজীকে পুলিশ গ্রেফতার করেনি বলে নিশ্চিত করেন তিনি।

 

সর্বশেষ খবর