মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কাটাখালীর পৌর মেয়রের তিন দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার এই আদেশ দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে আব্বাস আলীর বিরুদ্ধে মামলা করেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাউন্সিলর আবদুল মোমিন। ওই মামলায় বুধবার ভোরে রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে মেয়র আব্বাস আলীকে গ্রেফতার করে র‌্যাব। ওই রাতেই তাকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করে। সেদিন আদালত রিমান্ড শুনানি না করে রবিবার দিন ধার্য করে জেলহাজতে পাঠায়। এদিকে এক আইনজীবীর মৃত্যুতে রবিবার আদালতের কার্যক্রম বন্ধ থাকায় গতকাল মামলার শুনানি হয়। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর