শিরোনাম
সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
অষ্টম কলাম

গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

নেত্রকোনা প্রতিনিধি

গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

‘শস্য দেবতাকে তুষ্ট করার’ মধ্য দিয়ে দুই দিনব্যাপী গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ওয়ানগালা (নবান্ন) সম্পন্ন হয়েছে। প্রতি বছরের মতো মেঘালয়ের পাদদেশে নেত্রকোনার সীমান্ত উপজেলার গারো সম্প্রদায় এই উৎসব উদযাপন করে। উৎসবটি শনিবার শুরু হয়ে গতকাল নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে।  উদ্বোধনী দিনে উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ একত্রিত হয়। আর এই উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ যোগ দিয়ে ভিন্নমাত্রা যোগ করেন। প্রতিমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৯টি জাতি রয়েছে। আড়াই শর মতো ভাষা রয়েছে। অনেক ভাষা তারাই হারিয়ে ফেলেছেন। সরকার সেগুলো রক্ষা করতেও কাজ করে যাচ্ছে। নিজস্ব কৃষ্টি টিকিয়ে রাখতে বিরিশিরি কালচারাল একাডেমি করেছে সরকার। এর আগে উৎসবে আসা অতিথিদের গারোদের ভাষায় নৃত্যের তালে তালে বরণ করে নেওয়া হয়। পরে তাদের সামনে শস্য দেবতাকে উৎসর্গ করে পূজা অনুষ্ঠিত হয়। জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে অন্যান্য জাতি-গোষ্ঠীর বড় বড় উৎসবের মতোই গারোদের উৎসবটিও পালিত হয় জাঁকজমকপূর্ণভাবে। উৎসব ঘিরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যবহার্য নানা জিনিস নিয়ে মেলাও বসে। তবে অনেকের দাবি এই উৎসবটি আগের মতো উন্মুক্তভাবে করতে পারলে নতুন প্রজন্ম আরও বেশি সম্পৃক্ত হতে পারবে।

সর্বশেষ খবর