শনিবার, ৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সন্ধ্যায় ৩৫ গুণ বিষাক্ত হয়ে ওঠে বাতাস

ড. আবদুস সালাম

সন্ধ্যায় ৩৫ গুণ বিষাক্ত হয়ে ওঠে বাতাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুদূষণবিষয়ক গবেষক ড. আবদুস সালাম বলেছেন, ‘নভেম্বর থেকে বায়ুদূষণ প্রতিদিনই বাড়ছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চার

মাস দূষণ বাড়তেই থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বায়ুদূষণ নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে। আগে দূষণের অন্যতম উপাদান পিএম-২.৫-এর সহনীয় মাত্রা নির্ধারিত ছিল প্রতি ঘনমিটারে ২৫ মাইক্রোগ্রাম। এটা ২৪ ঘণ্টার গড়। এখন করা হয়েছে ১০ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে দূষণ আরও কমাতে বলছে, সেখানে আমাদের দূষণ বেড়েই যাচ্ছে।’ তিনি বলেন, ‘আমরা ঢাকার ২৬টি স্থানে বায়ুমান পরিমাপক যন্ত্র স্থাপন করেছি। তাতে দেখা গেছে শহরের কেন্দ্রস্থল থেকে বাইরে বের হওয়ার রাস্তায় দূষণ বেশি থাকে। ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা, টঙ্গীর কাছাকাছি উত্তরার শেষ দিকটায় দূষণ সব সময় বেশি থাকে। প্রচুর গাড়ি ও নির্মাণ কাজের কারণে এটা হয়। সন্ধ্যার সময়ই বায়ুমান যন্ত্র থেকে আমার মোবাইলে অ্যালার্ট আসতে থাকে। বাতাসে পিএম-২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ২৫০ থেকে ৩০০ মাইক্রোগ্রাম পর্যন্ত উঠে যায়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার ৩০-৩৫ গুণ বেশি।’

অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দূষণের মূল কারণ এ সময় বৃষ্টিপাত খুব কম হয়। ফলে দূষণের উপাদান বাতাসেই রয়ে যায়। চালের তাতাল, ইট ভাটা এগুলোও চলে শীতকালে। রাস্তা খোঁড়াখুঁড়ি, বিভিন্ন নির্মাণ কাজ, ট্রাফিক জ্যাম তো আছেই। এসব নিয়ে অনেক দিন ধরেই কথা বলছি। কিন্তু যে ব্যবস্থা নেওয়া দরকার তা হচ্ছে না। দূষণের উৎস বন্ধ করতে আগে থেকেই আইন আছে। আরও একটি আইন বোধহয় পাস হওয়ার পথে। আইন কঠোরভাবে বাস্তবায়ন করলে দূষণ এমনিতেই কমে আসবে। নিজেদের বাঁচাতে আমরা বাইরে মাস্ক পরতে পারি।

অধিক দূষিত এলাকাগুলো এড়িয়ে চলতে পারি। এমনিতে করোনার প্রকোপ রয়েছে। এরপর দূষণ। সব দিক বিবেচনায় আমাদের মাস্ক পরা উচিত। একজন সুনাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। আমার দ্বারা যাতে কোনো দূষণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যে নির্মাণ কাজ করছি সেখান থেকে যেন দূষণ না হয়, আমি যে গাড়িটা চালাচ্ছি সেটা যেন নিয়মিত রক্ষণাবেক্ষণ করি, দীর্ঘ সময়ের যানজটে যেন গাড়ির স্টার্ট বন্ধ রাখি- তা হলেই দূষণ কমবে।’

 

সর্বশেষ খবর