মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তেঁতুলিয়ায় ফুটেছে টিউলিপ

সরকার হায়দার, পঞ্চগড়

তেঁতুলিয়ায় ফুটেছে টিউলিপ

শীতপ্রধান জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফুটেছে টিউলিপ। এ ফুল বাংলাদেশে প্রথমবারের মতো চাষ করছেন ক্ষুদ্র চাষিরা। বেশ কয়েক মাস এ জেলায় শীতের আবহাওয়া বিরাজ করায় টিউলিপ চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এ জেলায় বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করা সম্ভব। ফলে তেঁতুলিয়ায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে টিউলিপ।

অনন্যসুন্দর দেড় শতাধিক প্রজাতির টিউলিপ ফুল সাধারণত পৃথিবীর শীতপ্রধান দেশগুলোয় দেখা যায়। ন্যূনতম ১৩ ডিগ্রি তাপমাত্রায় এ ফুল ওই দেশগুলোয় উৎপাদন হয় বাণিজ্যিকভাবে। টিউলিপের বাগান দেখতে ভিড় করে দেশ-বিদেশের হাজারো পর্যটক। শীতকালে বাংলাদেশে এ ফুল চাষের সম্ভাবনার কথা আগে জানা গেলেও এবার তেঁতুলিয়ায় শুরু হয়েছে প্রথমবারের মতো ক্ষুদ্র চাষিদের মাধ্যমে টিউলিপ চাষ। পরীক্ষামূলকভাবে টিউলিপ উৎপাদনের এ উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। প্রকল্পটিতে আর্থিক সহায়তা প্রদান করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। ১ জানুয়ারি উপজেলার দর্জিপাড়া ও সারিয়ালজোত গ্রামের আটজন চাষি টিউলিপের বীজ বপন করেন। তারা ৪০ শতক জমিতে ছয় প্রজাতির ৪০ হাজার টিউলিপের বীজ বপন করেন।

সারিয়ালজোত গ্রামের আয়শা আক্তার জানান, ‘টিউলিপ ফোটা নিয়ে খুব আশঙ্কায় ছিলাম। আমি ৫ শতক জমিতে ৫ হাজার চারা লাগিয়েছি। ফুল ফোটায় অভিভূত। শুধু অর্থ নয়, ফুল চাষ আনন্দও দেয়। তাই সঠিকভাবে বাজারজাত করতে পারলে পরের বছর আরও বেশি টিউলিপ চাষ করব।’ ২৫ থেকে ২৮ দিনের মাথায় ফুল ফোটার কথা থাকলেও তেঁতুলিয়ায় ২৩ দিনের মাথায় টিউলিপ ফোটা শুরু করেছে। ছয় প্রজাতির টিউলিপ ছয় রং ধারণ করে প্রস্ফুটিত হচ্ছে। বর্তমানে বেগুনি রঙের টিউলিপ ফোটা শুরু করেছে। এরই মধ্যে নানা এলাকা থেকে টিউলিপ দেখতে ছুটে আসছেন পর্যটক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ আল আমিন বলেন, ‘আমি শুনেই ছুটে এসেছি দেখতে। আমি বিস্মিত। তেঁতুলিয়ায় সরাসরি টিউলিপ দেখব কখনো ভাবিনি।’ ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ‘টিউলিপ ঠান্ডার দেশের ফুল। যেখানে যত বেশি ঠান্ডা সেখানে এ ফুল ভালো ফোটে। শীতকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা অত্যন্ত কম থাকায় এখানে পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষের পরিকল্পনা গ্রহণ করেছি।’ সুইজারল্যন্ড থেকে টিউলিপের বীজ কেনেন তারা। প্রতিটি বীজ প্রায় ৬৫ টাকা মূল্যে কেনা হয়। প্রথমবারেই ফুল ফোটায় তারা নিশ্চিত হতে পেরেছেন তেঁতুলিয়ায় বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ সম্ভব। টিউলিপ চাষ এ এলাকার পর্যটনকে আরও এগিয়ে নেবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘ক্ষুদ্র চাষিরা টিউলিপ চাষ করায় তেঁতুলিয়ায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। শীতকালের তাপমাত্রায় এ এলাকায় বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করা সম্ভব। আমরা সব ধরনের সহযোগিতা দিয়েছি। অন্য কেউ উদ্যোগী হলে তাদেরও সহযোগিতা করব।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর