রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

কওমি শিক্ষার্থীদের টিকা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু আজ। সবাইকে টিকার আওতায় আনতে রাজধানীর ভাসমান বাসিন্দাদেরও আজ থেকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের টিকাদান কমিটির সদস্য সচিব শামসুল হক। রাজধানীর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের  টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে গতকাল তিনি এ কথা জানান। শামসুল হক বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে কওমি মাদরাসার শিক্ষার্থীদের শিক্ষার আওতায় আনতে রবিবার (আজ) সকাল ৯টায় মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদরাসায় টিকা কার্যক্রম উদ্বোধন করা হবে। এটি শুধু ঢাকা নয়, সারা দেশের সব কওমি মাদরাসায় টিকা দেওয়া হবে। এ জন্য সারা দেশের কওমি মাদরাসার প্রধান শিক্ষকদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তারা আমাদের এ কাজে সহযোগিতা করবেন। যেভাবে স্কুলশিক্ষার্থীদের টিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে, ঠিক সেভাবেই ১২ থেকে ১৮ বছরের কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি জানান, গ্রামাঞ্চল এবং শহর অঞ্চলের যে সব ইটভাটা রয়েছে। ইটভাটার শ্রমিকদের তালিকার আওতায় আনতে এরই মধ্যে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। জেলে সম্প্রদায়ের মধ্যে টিকা দেওয়ার কাজ করা হচ্ছে। এ ছাড়া সিলেটের চা বাগানের শ্রমিকদের অগ্রাধিকারে টিকা দেওয়া হয়েছে। ফলে তাদের শতভাগ টিকার আওতায় এসেছে। এসব জনগোষ্ঠীর পাশাপাশি বেদে পল্লীতেও টিকা দেওয়া হবে বলে জানান শামসুল হক। রাজধানীর ভাসমান বাসিন্দাদের টিকা দিতে আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকাদান কর্মসূচি শুরু হবে। শামসুল হক বলেন, ‘ভাসমান জনগোষ্ঠীর টিকা নিশ্চিতের জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যে নির্দেশনা দিয়েছিলেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। স্বাস্থ্যমন্ত্রী দুই সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলেছেন। ভাসমান জনগোষ্ঠীকে নিয়ে কয়েকটি এনজিও কাজ করে। এনজিও ও দুই সিটি করপোরেশন এবং স্বাস্থ্য বিভাগের লোকজন নিয়ে আমরা টিকাদান কর্মসূচির উদ্বোধন করব। সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছি। এই তালিকায় ঢাকায় বসবাসরত ২ লাখ ৮৫ হাজার ভাসমান জনগোষ্ঠীর নাম রয়েছে। এটি কম হতে পারে, বেশিও হতে পারে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে পাওয়া ৩ লাখ ৩৬ হাজার জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহার করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর